টেলিকম

৪ মাসের রিচার্জে ৩ মাস ফ্রি, হাইস্পিড ইন্টারনেট সহ ফ্রি ইনস্টলের সুবিধা

Published on:

Excitel super deal new users will enjoy 3 months free high speed internet on 4 months recharge

ইন্টারনেট আজ প্রতিটি বাড়ির প্রয়োজনে পরিণত হয়েছে। পড়াশোনার জন্য হোক বা অফিসের কাজ, সবক্ষেত্রে ইন্টারনেট প্রয়োজন। এই পরিস্থিতিতে আপনি যদি সস্তায় একটি ভাল ওয়াইফাই প্ল্যান খোঁজ করে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা Excitel এর সুপার ডিল সম্পর্কে বলবো। যেখানে ৪ মাসের রিচার্জে ৩ মাস বিনামূল্যে সুপারফাস্ট ইন্টারনেটের সুবিধা পাওয়া যাবে। আসুন এক্সাইটেলের এই সুপার ডিল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক

Excitel এর সুপার ডিল

আপনি যদি সস্তার কোনো ওয়াই-ফাই প্ল্যান রিচার্জ করতে চান তাহলে Excitel এর এই অফারটি আপনার জন্য সেরা হবে। কারণ এই প্ল্যানে প্রতি মাসে ৪৭৫ টাকা খরচ করে আপনি সুপারফাস্ট ইন্টারনেট বিনামূল্যে পাবেন।

WhatsApp Community Join Now

এক্সাইটেলের এই প্ল্যানে ব্যবহারকারীরা ৪ মাস রিচার্জ করে ৩ মাস ফ্রি ইন্টারনেটের সুবিধা পেতে পারেন। উল্লেখ্য, ৩ ফ্রি ইন্টারনেট পাবেন শুধু নতুন ইউজাররাই। অর্থাৎ ৪ মাসের টাকা দিয়ে ৭ মাস পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট উপভোগ করা যাবে।

এক্সাইটেলের এই প্ল্যানে ২০০ এমবিপিএস পর্যন্ত স্পিডে ইন্টারনেট চালানো যাবে। এর পাশাপাশি, এখানে বিনামূল্যে ইনস্টলেশনের সুবিধাও রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন