টেলিকম বাজারে বড় চাল চালল মোদী সরকার। ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) অংশীদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর আগে দেনায় ডুবে থাকা সংস্থার ঋণের বোঝা কমাতে বেশ কিছুটা শেয়ার নিজের দখলে নেয় সরকার। এদিন সেই শতাংশ একধাক্কায় দ্বিগুণ করল কেন্দ্র। কিছুদিন, আগেই মুম্বইয়ে ৫জি ট্রায়াল শুরু করে টেলিকম মহলে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে Vi। এবার কোম্পানির শেয়ারে হল বিরাট রদবদল।
জানা গিয়েছে, সরকারের কাছে আগে Vi-এর অংশীদারি ছিল ২২.৬%। যা এদিন বাড়িয়ে ৪৮.৯৯% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ কোম্পানির সবথেকে বড় শেয়ারহোল্ডার এখন খোদ সরকার। এখন প্রশ্ন উঠতে পারে সরকার Vi-এর অংশীদারি বাড়াচ্ছে কেন? মূলত, কেন্দ্রের কাছে স্পেকট্রাম পরিশোধের ৩৬,৯৫০ কোটি বকেয়া রয়েছে ভোডাফোন আইডিয়ায়। এবার এই মূল্যের ইক্যুইটি শেয়ারে রূপান্তর করার পরিকল্পনা করছে কেন্দ্র।
সূত্রের খবর, Vodafone Idea-তে ভোডাফোন ইউকে-র অংশীদারিত্ব প্রায় ২৪.৪ শতাংশ থেকে কমে প্রায় ১৬.১ শতাংশে নেমে আসতে চলেছে। এই কোম্পানিতে আদিত্য বিড়লা গ্রুপের মালিকানা ১৪ শতাংশের কিছু বেশি থেকে কমে প্রায় ৯.৪ শতাংশে নেমে আসতে পারে। যদিও সরকার জানিয়েছে, কোম্পানি পরিচালনার দায়িত্ব ভোডাফোন আইডিয়ার প্রোমোটাররাই সামলাবেন।
যুক্তরাজ্যের Vodafone Plc এবং ভারতের আদিত্য বিড়লা গ্রুপ (ABG), এই দুই কোম্পানি ভি-এর উপর পরিচালনাগত নিয়ন্ত্রণ বজায় রাখবেন। তবে, এই পদক্ষেপ ভোডাফোন এবং আদিত্য বিড়লা গ্রুপের কৌশলগত দিকনির্দেশনা এবং ব্যবস্থাপনাকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন অনেকে। তাছাড়া তাদের আর্থিক লিভারেজ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় রাশ টানতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, বিএসএনএলের পর দ্বিতীয় টেলকো হিসেবে ভোডাফোন আইডিয়ায় সবথেকে বড় অংশীদার এখন মোদী সরকারের।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.