Jio-র ৩৪৯ টাকার প্ল্যানে ৩৫ হাজার টাকার সুবিধা, সাথে ফ্রি OTT, JioTV, আনলিমিটেড ডেটা

কম দামে বেশি সুবিধা দিয়ে গ্রাহকদের মন জয় করতে সিদ্ধহস্ত Reliance Jio। সংস্থার ৩৪৯ টাকার প্রিপেড প্ল্যানটি এই কারণে ইউজারদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই রিচার্জ প্ল্যানের দাম সাধ্যের মধ্যে থাকলেও সুবিধা অবাক করার মতো। যারা কম খরচে আনলিমিটেড ইন্টারনেট ডেটা ব্যবহার করতে চান তাদের জন্য এটা আদর্শ। এর সাথে অন্যান্য সুবিধাও আছে।

ভ্যালিডিটি ও ডেটা বেনিফিট

Jio-র ৩৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে প্রতিদিন ২ জিবি করে মোট ৫৬ জিবি ডেটা দেওয়া হচ্ছে। যারা নিয়মিত ভিডিও দেখেন, সোশ্যাল মিডিয়ায় থাকেন বা অফিসের কাজের জন্য মোবাইল ডেটার উপর ভরসা করেন, তাদের জন্য এই পরিমাণটা যথেষ্ট।

আনলিমিটেড 5G ডেটা ও কলিংয়ের সুবিধা

এই জিও প্ল্যানের মুখ্য আকর্ষণ হল এলিজিবল গ্রাহকরা এখানে আনলিমিটেড 5G ডেটা পাবেন। এর সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি SMS।

OTT সাবস্ক্রিপশনের বাড়তি সুবিধা

বিনোদনের দিকটাও জিও খেয়াল রেখেছে। এই প্ল্যানে বিনামূল্যে মিলছে জিও হটস্টার সাবস্ক্রিপশন। পাশাপাশি জিও টিভিও ব্যবহার করা যাবে বিনা খরচে।

৩৫১০০ টাকার বিশেষ বেনিফিট

৩৪৯ টাকার জিও প্ল্যানের সঙ্গে বিনামূল্যে মিলছে Google Gemini Pro-এর সুবিধা। এই সাবস্ক্রিপশনের ভ্যালিডিটি ১৮ মাস, যার মূল্য প্রায় ৩৫,১০০ টাকা।

ক্লাউড স্টোরেজ ও জিও হোমের ট্রায়াল

জিও AI ক্লাউডে ৫০ জিবি ফ্রি স্টোরেজও দেওয়া হচ্ছে। ফলে ছবি, ভিডিও বা ডকুমেন্ট রাখার জন্য আলাদা ক্লাউড কিনতে হবে না। নতুন কানেকশনের ক্ষেত্রে দুই মাসের জন্য জিও হোম ফ্রি ট্রায়ালও থাকছে।