Jio 9th Anniversary Offer: জিও গ্রাহকদের জন্য ৪৫০ টাকার কম দামে প্ল্যানে বিশেষ অফার

Jio সবসময় তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসে। কোম্পানির নবম বর্ষপূর্তি উপলক্ষেও একটি অফারের ঘোষণা করা হয়েছে। যেখানে গ্রাহকরা আনলিমিটেড ডেটা, গোল্ড (জিও গোল্ডে ২% অতিরিক্ত) সহ বিভিন্ন সুবিধা পাবেন। আর এই বেনিফিটগুলি Jio-র বিভিন্ন প্ল্যানের সাথে দেওয়া হচ্ছে। তবে আমরা এই প্রতিবেদনে ৪৫০ টাকার কম মূল্যের যে তিনটি প্ল্যানের সাথে এই সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলি সম্পর্কে আলোচনা করবো।

Jio-র ৩৪৯ টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এখানে রোজ ২ জিবি ডেটা পাওয়া যায়। আবার যোগ্য গ্রাহকরা আনলিমিটেড ৫জি ডেটাও উপভোগ করেন এখানে। সাথে মেলে রোজ ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিং পরিষেবা। এছাড়া অফারে জিও ফাইন্যান্স দ্বারা ২% জিও গোল্ড পাওয়া যাবে। এর পাশাপাশি, তিন মাসের জন্য জোমাটো গোল্ডের বিনামূল্যে সাবস্ক্রিপশনও দেওয়া হবে। এছাড়া অন্যান্য সুবিধার মধ্যে আছে এক মাসের জন্য JioSaavn Pro এর বিনামূল্যে অ্যাক্সেস, Jio Hotstar সাবস্ক্রিপশন এবং ৫০ জিবি স্টোরেজ।

Jio-র ৩৯৯ টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে প্রতিদিন ২.৫জিবি ডেটা অফার করা হয়। আবার নির্বাচিত গ্রাহকদের জন্য রয়েছে আনলিমিটেড 5G ডেটা। এর সঙ্গে রোজ ১০০টি এসএমএস এবং কলিং পরিষেবা উপভোগ করা যাবে। এছাড়া অন্যান্য সুবিধা আগের প্ল্যানের মতোই। অর্থাৎ এখানেও জিও ফাইন্যান্সের মাধ্যমে ২% ডিজিটাল গোল্ড, তিন মাসের জন্য জোমাটো গোল্ড সাবস্ক্রিপশন, এক মাসের জন্য জিওসাভান প্রো এর অ্যাক্সেস, ৫০ জিবি ক্লাউড স্টোরেজ ও Jio Hotstar এর সাবস্ক্রিপশন রয়েছে।

Jio-র ৪৪৯ টাকার প্ল্যান

৪৪৯ টাকার জিও প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে প্রত্যহ ৩ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড ৫জি ডেটা এবং ১০০টি বিনামূল্যে এসএমএস বেনিফিট মেলে। এছাড়া রয়েছে সারা দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা।

আর এই Jio প্ল্যান রিচার্জ করলেও আপনি জিও গোল্ডে ২% অতিরিক্ত ছাড়, তিন মাসের জন্য জোমাটো গোল্ডের সাবস্ক্রিপশন এবং এক মাসের জন্য জিওসাভন প্রো ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ৫০ জিবি জিও এআই ক্লাউড স্টোরেজ এবং জিও হটস্টারের সাবস্ক্রিপশন দেওয়া হবে।