Jio-র সস্তা রিচার্জ প্ল্যান, দৈনিক ৭ টাকার কমে আনলিমিটেড কল, ডেটার সাথে অনেক সুবিধা

Reliance Jio তাদের গ্রাহকদের তুলনামূলক ভাবে সস্তা প্ল্যান রিচার্জ করার সুবিধা দেয়। তবে সম্প্রতি টেলিকম অপারেটরটি বেশ কয়েকটি জনপ্রিয় ও সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিয়েছে। এই কারণে এখন ২৮ দিনের ভ্যালিডিটি ও রোজ ১ জিবি ডেটার কোনো প্ল্যান কোম্পানির পোর্টফোলিওতে নেই। ফলে কিছু গ্রাহকের মাসিক খরচ বাড়তে চলেছে। যদিও এখনও Jio কয়েকটি সস্তা প্ল্যান অফার করছে, আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Jio-র ১৮৯ টাকার ও ২০৯ টাকার সস্তা রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিও তাদের ভ্যালু রিচার্জ প্যাকের মধ্যে ১৮৯ টাকা ও ২০৯ টাকার দুটি প্ল্যান অন্তর্ভুক্ত করেছে। এই দুটি প্যাকেই আনলিমিটেড কলিং, ডেটা ও এসএমএস সুবিধা পাবেন গ্রাহকরা। আর এদের ভ্যালিডিটি ২৮ দিন পর্যন্ত।
Jio ১৮৯ টাকার প্ল্যান
১৮৯ টাকার জিও প্ল্যানটি মূলত তাদের জন্য উপযুক্ত, যাদের ডেটার পরিবর্তে কল, এসএমএসের সুবিধা দরকার। এর ভ্যালিডিটি ২৮ দিন। আর এখানে মোট ২ জিবি ডেটা পাওয়া যাবে। কেবল হোয়াটসঅ্যাপ বা হালকা ব্রাউজিংয়ের জন্য এই ডেটা যথেষ্ট।
এর সাথে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং, মোট ৩০০টি এসএমএস এবং JioTV ও JioCloud বিনামূল্যে ব্যবহার করার সুবিধা। এই প্ল্যানটি যারা রিচার্জ করবেন তাদের দৈনিক খরচ পড়বে প্রায় ৬.৭ টাকা।
Jio ২০৯ টাকার প্ল্যান
এখন আসা যাক ২০৯ টাকার প্ল্যানের কথায়। এখানে গ্রাহকরা রোজ ১ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ২২ দিন। অর্থাৎ মোট ২২ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের জন্য গ্রাহকদের দৈনিক ৯.৫ টাকা খরচ হবে।
ডেটা ছাড়াও এখানে আনলিমিটেড লোকাল ও STD কল, প্রতিদিন ১০০টি এসএমএস, সঙ্গে JioTV ও JioCloud-এর বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে।