টেলিকম

ইন্টারনেট চলবে রকেটের গতিতে, জিও এয়ার ফাইবারের সেরা এই রিচার্জ প্ল্যানে পাবেন অফুরন্ত ডেটা

Published on:

Jio AirFiber Recharge Plan offer 300mbps speed and 1000gb data

আপনি যদি হাই-স্পিড ইন্টারনেট উপভোগ করতে চান তবে Jio AirFiber এর পোর্টফোলিওতে আপনার জন্য দুর্দান্ত কয়েকটি প্ল্যান আছে। তাই আপনি যদি হাই-স্পিড ইন্টারনেট চান তাহলে জিও এয়ারফাইবার কানেকশন নিতে পারেন। আজ আমরা আপনাকে সংস্থার কয়েকটি সেরা প্ল্যান সম্পর্কে এখানে জানাবো। এই পোস্টপেইড প্ল্যানগুলিতে আপনি 1000 জিবি ডেটা, 300 এমবিপিএস পর্যন্ত স্পিড এবং একাধিক ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন।

Jio AirFiber রিচার্জ প্ল্যান

888 টাকার প্ল্যান

জিও এয়ার ফাইবারের এই প্ল্যানে 30Mbps স্পিড এবং 1000GB ডেটা পাওয়া যাবে। এখানে নেটফ্লিক্স এবং প্রাইম ভিডিও সহ মোট 14টি ওটিটি অ্যাপের কনটেন্ট বিনামূল্যে দেখা যাবে।

WhatsApp Community Join Now

899 টাকার প্ল্যান

জিও এয়ার ফাইবারের এই প্ল্যানে 100 এমবিপিএস স্পিড এবং 1000 জিবি ডেটা দেওয়া হয়। আবার ডিজনি + হটস্টার এবং সোনি লিভ সহ মোট 12 টি ওটিটি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন মেলে।

1199 টাকার প্ল্যান

এই প্ল্যানে 100Mbps স্পিড অফার করে জিও এয়ার ফাইবার। এই প্ল্যানে মোট 1000 জিবি ডেটা দেওয়া হয়। আর নেটফ্লিক্স এবং প্রাইম ভিডিও সহ মোট 15টি ওটিটি অ্যাপ বিনামূল্যে অ্যাক্সেস করা যায়।

1499 টাকার প্ল্যান

জিও এয়ার ফাইবারের এই প্ল্যানে 1000GB ডেটা এবং 300Mbps ইন্টারনেট স্পিড দেওয়া হয়। এই প্ল্যানে নেটফ্লিক্স এবং প্রাইম ভিডিওর সঙ্গে মোট 15টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন অফার করছে সংস্থা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন