টেলিকম

Jio ও Airtel গ্রাহকদের জন্য বাম্পার প্ল্যান, ইন্টারনেট, কল সহ বিনামূল্যে নেটফ্লিক্স

Published on:

Jio Airtel best postpaid recharge plan with free calling data Netflix subscription

জিও এবং এয়ারটেল তাদের পোস্টপেড গ্রাহকদের বিভিন্ন ধরনের প্ল্যান অফার করে। প্রিপেড প্ল্যানের থেকেও কিছু পোস্টপেড প্ল্যানে আরও বেশি সুবিধা পাওয়া যাবে। আজ আমরা আপনাদের এমনই কিছু সেরা প্ল্যান সম্পর্কে জানাবো। এই প্ল্যানগুলিতে আপনি ইন্টারনেট ব্যবহারের জন্য 320 জিবি পর্যন্ত ডেটা পাবেন। সাথে মিলবে নেটফ্লিক্সের বিনামূল্যে সাবস্ক্রিপশন। পাশাপাশি কলিংয়ের সুবিধা দেওয়া হবে।

জিও 749 টাকার প্ল্যান

সংস্থার এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য 100 জিবি ডেটা পাওয়া যায়। আবার নেটফ্লিক্স (বেসিক), অ্যামাজন প্রাইম লাইট এবং জিও সিনেমার বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে

WhatsApp Community Join Now

জিও 1549 টাকার প্ল্যান

রিলায়েন্স জিওর এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য পাবেন 300 জিবি ডেটা। সাথে নেটফ্লিক্স (মোবাইল), অ্যামাজন প্রাইম লাইট এবং জিও সিনেমা বিনামূল্যে ব্যবহার করা যাবে।

এয়ারটেল 1399 টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানের সাথে অতিরিক্ত সিম দেওয়া হয়। এতে মোট 240 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি নেটফ্লিক্স বেসিক এবং অ্যামাজন প্রাইম 6 মাসের জন্য বিনামূল্যে ব্যবহার করা যাবে।

এয়ারটেল 1749 টাকার প্ল্যান

এই প্ল্যানে বাড়তি কানেকশনও অফার করছে সংস্থা। সাথে মোট 320 জিবি ডেটা পাওয়া যাবে। এখানে আপনি 6 মাসের জন্য নেটফ্লিক্স স্ট্যান্ডার্ড এবং অ্যামাজন প্রাইম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন