একবার রিচার্জে সারা বছর নিশ্চিন্তে, Jio, Airtel, Vi ও BSNL এর বার্ষিক প্ল্যানের খরচ দিনে মাত্র ৫ টাকা

মাসে মাসে রিচার্জ করতে করতে বিরক্ত? চাইছেন যদি এমন কোনো প্ল্যান থাকত যেটা একবার রিচার্জ করলেই সারা বছর চালানো যায়? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা Airtel, Vi, Jio আর BSNL-এর কয়েকটি প্রিপেইড প্ল্যান সম্পর্কে বলবো। এই রিচার্জ প্ল্যানগুলি বছরজুড়ে আপনাকে টেনশন ফ্রি রাখবে। আর এরজন্য খরচ পড়বে দৈনিক প্রায় ৫ টাকা। আসুন ভারতীয় টেলিকম সংস্থাগুলির সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Airtel-এর ১৮৪৯ টাকার ভয়েস প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে কোনো ইন্টারনেট সুবিধা নেই। এখানে শুধু কল আর এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এর ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে প্রতিদিন প্রায় ৫ টাকা খরচে আনলিমিটেড কলিং, ৩,৬০০ এসএমএস, স্প্যাম কল/এসএমএস অ্যালার্ট, আর ফ্রি হ্যালোটিউন উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

Airtel-এর ২,২৪৯ টাকার রিচার্জ প্ল্যান

প্রতিদিন প্রায় ৬ টাকা খরচের এই এয়ারটেল প্ল্যানেও ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এর সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং, মোট ৩০ জিবি ডেটা এবং ৩,৬০০ এসএমএস। এছাড়া স্প্যাম অ্যালার্ট এবং ফ্রি হ্যালোটিউনের সুবিধা রয়েছে।

Vi-এর ১,৮৪৯ টাকার ভয়েস প্ল্যান

এয়ারটেলের মতোই এই প্ল্যানেও কোনো ইন্টারনেটের সুবিধা নেই। এখানে এক বছরের জন্য আনলিমিটেড কলিং আর ৩,৬০০ এসএমএস পাওয়া যাবে।

Vi-এর ১,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানের প্রতিদিন গড় খরচ প্রায় ৫ টাকা। এখানে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে মিলছে মোট ২৪ জিবি ইন্টারনেট ডেটা আর ৩,৬০০ এসএমএস। ফ্রি হ্যালোটিউন আর স্প্যাম অ্যালার্ট এখানেও এক্সট্রা বোনাস হিসেবে পাওয়া যাবে।

BSNL-এর ১,৯৯৯ টাকার প্ল্যান

বিএসএনএল ১৯৯৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি সহ মোট ৬০০ জিবি ইন্টারনেট ডেটা দিচ্ছে। এর সাথে প্রতিদিন ১০০টি এসএমএস, সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে।

Jio-এর ১৭৪৮ টাকার ভয়েস অনলি প্ল্যান

জিওর এই প্ল্যানের খরচ দৈনিক প্রায় ৫ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন। এখানে আনলিমিটেড কলিংয়ের সাথে ৩৬০০ এসএমএস পাওয়া যাবে। যদিও এই রিচার্জ প্ল্যানের সাথে কোনো ইন্টারনেটের সুবিধা নেই।