বেশি কল করেন? ইন্টারনেট খুব বেশি প্রয়োজন নেই? দেখুন Jio, Airtel, Vi ও BSNL এর সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান

অনেক গ্রাহক বারবার মোবাইল রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে দীর্ঘমেয়াদি প্ল্যানের খোঁজ করেন। এই কারণে Jio, Airtel, Vi এবং BSNL – এর মতো সংস্থা একাধিক ৩৬৫ দিনের প্রিপেড প্ল্যান অফার করে। যদিও বেশিরভাগ দীর্ঘমেয়াদি প্ল্যানের দাম অনেকটাই বেশি, তবে এমন কিছু প্ল্যান রয়েছে যেগুলোর মূল্য ২০০০ টাকার কম। এই প্রতিবেদনে আমরা এমনই কিছু সাশ্রয়ী দীর্ঘমেয়াদি প্রিপেড প্ল্যান সম্পর্কে বলবো।

এয়ারটেল-এর সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান

এয়ারটেল ১৮৪৯ টাকার একটি ভয়েস ও এসএমএস-ভিত্তিক দীর্ঘমেয়াদি প্ল্যান অফার করে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল এবং মোট ৩৬০০টি এসএমএস। তবে এখানে ইন্টারনেট ডেটা অন্তর্ভুক্ত নেই। এছাড়াও, এই প্ল্যানে ফ্রি হ্যালোটিউন, অ্যাপোলো ২৪/৭ সার্কেল ও স্প্যাম অ্যালার্টের সুবিধা আছে।

অন্যদিকে যারা কিছুটা বেশি দামে সীমিত পরিমাণে ডেটা পেতে চান, তারা ২২৪৯ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। এখানে ৩৬৫ দিন ভ্যালিডিটি সহ ৩০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ৩৬০০ এসএমএস পাওয়া যাবে।

জিও-এর ৩৬৫ দিনের বার্ষিক প্ল্যান

জিও-এর ১৭৪৮ টাকার প্ল্যানটি ৩৩৬ দিনের বৈধতা সহ এসেছে। এখানে কেবল ভয়েস ও এসএমএসের সুবিধা পাওয়া যায়, যেখানে আনলিমিটেড কল এবং ৩৬০০ এসএমএস উপভোগ করা যায়। তবে ইন্টারনেট ব্যবহারের জন্য আলাদা ডেটা প্যাক রিচার্জ করতে হবে। এখানে JioTV এবং Jio AI Cloud-এর সাবস্ক্রিপশনও পাওয়া যায়।

Vi-এর ৩৬৫ দিনের বার্ষিক প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ১৮৪৯ টাকার প্রিপেড প্ল্যানেও ৩৬৫ দিনের বৈধতা সহ আনলিমিটেড কল এবং ৩৬০০ এসএমএস দেওয়া হয়। তবে এখানেও ডেটা বেনিফিট পাওয়া যায় না। যারা অল্প ডেটা চান তারা ১,৯৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন, যেখানে মোট ২৪ জিবি ডেটা পাওয়া যায়।

BSNL-এর বার্ষিক রিচার্জ প্ল্যান

BSNL এর ১১৯৮ টাকার প্ল্যানে প্রতি মাসে ৩০০ মিনিট কল, ৩ জিবি ডেটা ও ৩০টি এসএমএস পাওয়া যায়। ১২ মাস পর্যন্ত প্রত্যেক মাসে এই সুবিধা মিলবে। এছাড়া ১,৪৯৯ টাকার বার্ষিক প্ল্যানে ২৪ জিবি ডেটা এবং দৈনিক ১০০টি এসএমএস সহ আনলিমিটেড কলের সুবিধা রয়েছে।