টেলিকম

মাত্র ৯৮ টাকা থেকে শুরু, Jio, Airtel ও Vi এর সিম সচল রাখার সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান

Published on:

Jio Airtel Vi Cheapest SIM Active recharge plan starts rs 98

Jio, Airtel, Vi Cheapest SIM Active Plan: আপনি যদি জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়ার গ্রাহক হন এবং কম খরচে সিম সচল রাখতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা জিও, এয়ারটেল এবং ভিআই এর ২০০ টাকার কমের রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানগুলি ডুয়েল সিম ব্যবহারকারীদের খরচ কমাবে। আসুন সিম চালু রাখার জন্য সবচেয়ে কম দামি প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

Jio-র সবচেয়ে সস্তা সিম অ্যাক্টিভ রাখার প্ল্যান

রিলায়েন্স জিও-র সবচেয়ে সস্তা সিম চালু রাখা প্ল্যানের দাম ১৮৯ টাকা। এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এর সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট ২ জিবি ডেটা দেওয়া হবে। এছাড়াও, মোট ৩০০টি এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে। এই প্ল্যানের সাথে জিও সিনেমা, জিও ক্লাউড এবং জিওটিভি অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হবে।

এয়ারটেলের সবচেয়ে সস্তা সিম সচল রাখার প্ল্যান

১৯৯ টাকার এই এয়ারটেল প্ল্যান ২৮ দিনের বৈধতা অফার করে। এই প্ল্যানে মোট ২ জিবি ডেটা পাওয়া যাবে। এতে রয়েছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়াও, এই প্ল্যানে ১০০ এসএমএস পাওয়া যাবে। এর সাথে এয়ারটেল এক্সস্ট্রিমের সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত রয়েছে।

Vi এর সস্তা সিম চালু সক্রিয় রাখার প্ল্যান

ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীরা তাদের সিম ৯৮ টাকার প্ল্যান রিচার্জ করে সক্রিয় রাখতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ১০ দিন। এখানে আপনি ২০০ এমবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা পাবেন। তবে মনে রাখবেন যে এখানে কোনও এসএমএস সুবিধা দেওয়া হয় না।