টেলিকম

কলিং, ইন্টারনেট ছাড়াও Hotstar, Amazon Prime, Fancode এর সাবস্ক্রিপশন, এই প্ল্যানগুলি রিচার্জ করুন

Published on:

Jio Airtel Vodafone Idea annual recharge plan 365 days validity with ott subscription

জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (Vi) তাদের গ্রাহকদের ঘন ঘন রিচার্জ থেকে মুক্তি দিতে একাধিক বার্ষিক প্রিপেড প্ল্যান অফার করে। তবে এর মধ্যে বিশেষ কিছু বার্ষিক প্ল্যান আছে যেখানে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়। এই সাবস্ক্রিপশনের মধ্যে ফ্যানকোড, অ্যামাজন প্রাইম এবং ডিজনি + হটস্টার অন্তর্ভুক্ত রয়েছে। আসুন Jio, Airtel ও Vi এর 365 দিনের অ্যানুয়াল রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক, যেখানে ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Jio এর 3,999 টাকার প্ল্যান

রিলায়েন্স জিওর এই বার্ষিক প্ল্যানে 365 দিনের বৈধতার সাথে রোছ 2.5 জিবি ডেটা পাওয়া যাবে। সাথে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 টি এসএমএস এবং জিও অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে। আবার স্পোর্টস কনটেন্ট দেখতে চাইলে জিও টিভি মোবাইল অ্যাপের মাধ্যমে ফ্যানকোডের সুবিধা পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

Airtel এর 3,999 টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে রিলায়েন্স জিওর প্ল্যানের মতোই সুবিধা পাওয়া যাবে। প্রতিদিন 100 টি এসএমএস ছাড়াও প্রত্যহ 2.5 জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং, আনলিমিটেড 5G ডেটা দেওয়া হচ্ছে। এর সঙ্গে এক বছরের জন্য দেওয়া হচ্ছে ডিজনি+ হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন।

Vodafone Idea এর 3,799 টাকার প্ল্যান

ভোডাফোন আইডিয়া গ্রাহকরা এই প্ল্যানের সাথে 365 দিনের বৈধতা সহ 2 জিবি দৈনিক ডেটা পাবেন। এছাড়াও প্রতিদিন 100 টি এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এই প্ল্যানে 365 দিনের জন্য অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে।

Vi এর 3,699 টাকার প্ল্যান

যদি Vi গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করেন তাহলে তারা আগের প্ল্যানের মতো একই সুবিধা পাবেন এবং প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। প্রতিদিন 100 টি এসএমএস ছাড়াও এখানে আনলিমিটেড কলিংয়ের পরিষেবা রয়েছে। আবার এখানে এক বছরের জন্য বিনামূল্যে পাওয়া যাবে ডিজনি+ হটস্টার সাবস্ক্রিপশন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন