BSNL দাম কমালো এই দুই প্ল্যানের, ৩৯৯ টাকায় ৩৩০০ জিবি ডেটা সহ ১ মাস বিনামূল্যে ইন্টারনেট

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL তাদের ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে হাজির হল। এই অফারের ফায়দা নতুন বা পুরোনো, উভয় গ্রাহকরা ওঠাতে পারবেন। এই অফারে কোম্পানির জনপ্রিয় দুটি ব্রডব্যান্ড প্ল্যান ১০০ টাকা পর্যন্ত সস্তায় ব্যবহার করা যাবে। আর নতুন BSNL গ্রাহকরা বাড়তি বোনাস হিসেবে প্রথম মাসে একেবারে বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা পাবেন। এই অফার ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত পাওয়া যাবে।

BSNL এর কোন প্ল্যানে কত ছাড়

অফারে BSNL-এর ফাইবার বেসিক নিও প্ল্যান ৪৪৯ টাকার পরিবর্তে ৩৯৯ টাকায় রিচার্জ করা যাবে। এই প্ল্যানে ৫০ এমবিপিএস স্পিড এবং ৩৩০০ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ফলে ব্রাউজিং, ভিডিও কলিং, সোশ্যাল মিডিয়া বা ইউটিউব দেখার জন্য এই প্ল্যান একদম উপযুক্ত।

এদিকে কোম্পানির ৪৯৯ টাকার ফাইবার বেসিক প্ল্যানের সাথেও ১০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রেও ৩৯৯ টাকা খরচ করতে হবে। এখানে মিলবে ৬০ এমবিপিএস স্পিড এবং ৩৩০০ জিবি পর্যন্ত ডেটা। 4K স্ট্রিমিং বা বড় ফাইল ডাউনলোড করার জন্য এই প্ল্যানটি ভালো।

নতুন BSNL গ্রাহকরা পাবে বাড়তি সুবিধা

নতুন গ্রাহকদের জন্য BSNL প্রথম মাসের ইন্টারনেট পরিষেবা একেবারে বিনামূল্যে উপভোগ করার সুবিধা দিচ্ছে। যেখানে নতুন কানেকশন নেওয়ার সময় অতিরিক্ত খরচ করতে হয়, সেখানে এক মাস ফ্রি ইন্টারনেট পাওয়া সত্যিই ভালো অফার।

তবে মনে রাখবেন যে, এই অফার আপাতত মহারাষ্ট্র ও কর্ণাটক সার্কেলে চালু হয়েছে। আশা করা যায়, কোম্পানির তরফে শীঘ্রই অন্যান্য অঞ্চলের গ্রাহকদের জন্যেও এই অফার নিয়ে আসা হবে।