Cheapest 2GB Daily Data Plan: গত বছরের জুলাই থেকে Jio, Airtel তাদের রোজ 2GB ডেটা প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা দিচ্ছে। এই দুই সংস্থা ছাড়াও Vodafone Idea ও BSNL তাদের গ্রাহকদের সস্তায় 2 জিবি ডেটা প্ল্যান অফার করছে। তাই আপনি যদি বেশি ডেটা ব্যবহার করতে চান তাহলে সংস্থাগুলির এই ধরনের প্ল্যান বেছে নিতে পারেন। এই প্রতিবেদনে আমরা জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল এর সস্তা 2 জিবি ডেটা প্ল্যান সম্পর্কে জানাবো।
Airtel এর 379 টাকার প্ল্যান
এটি এয়ারটেলের সবচেয়ে সস্তা প্রিপেড প্ল্যান যা প্রতিদিন 2 জিবি ডেটা সহ আনলিমিটেড কল উপভোগ করতে দেয়। 379 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 1 মাস। ডেটা ও কলিং ছাড়াও রোজ 100 টি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা, স্প্যাম কল এবং মেসেজ অ্যালার্ট এবং ফ্রি হ্যালোটিউনসের মতো সুবিধা রয়েছে।
Jio এর 198 টাকার প্ল্যান
এটি জিও-র সবচেয়ে সস্তা প্রিপেড প্ল্যান, যেখানে প্রত্যহ 2 জিবি ডেটা পাওয়া যাবে। 198 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন। ডেটা ছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি এসএমএস দেওয়া হবে। এখানে আনলিমিটেড 5G ডেটা, জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের বিনামূল্যে অ্যাক্সেস মিলবে।
Vi এর 365 টাকার প্ল্যান
এটি ভোডাফোন আইডিয়ার সবচেয়ে সস্তা প্রিপেড প্ল্যান যেখানে প্রতিদিন 2 জিবি ডেটা অফার করা হয়। 365 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। প্রতিদিন 2 জিবি ডেটা ছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং রোজ 100 টি এসএমএস দেওয়া হয়। এই প্ল্যানে অর্ধদিবস (রাত 12টা থেকে দুপুর 12টা) আনলিমিটেড ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটের মতো অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
BSNL এর 199 টাকার প্রিপেড প্ল্যান
বিএসএনএলের 199 টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা 30 দিন। এই প্ল্যানে প্রত্যহ 2 জিবি ডেটা ছাড়াও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং দৈনিক 100 টি এসএমএস পাওয়া যাবে।