টেলিকম

৫০০ টাকাও খরচ হবে না, Jio, Airtel, Vi ও BSNL এর সবচেয়ে সস্তা ৮৪ দিনের রিচার্জ প্ল্যান

Published on:

Jio airtel Vodafone Idea bsnl under 500 rupees 84 days validity recharge plan

টেলিকম কোম্পানিগুলি বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান আনলেও, গ্রাহকদের কাছে ৫০০ টাকারও কম খরচে ৮৪ দিনের ভ্যালিডিটি সহ আসা রিচার্জপ্ল্যানগুলি অধিক জনপ্রিয়‌। তাই আজ আমরা Jio, Airtel, Vi এবং BSNL এর ৮৪ দিনের ভ্যালিডিটি সহ আসা প্রিপেড প্ল্যান সম্পর্কে এই প্রতিবেদনে বলবো। এই রিচার্জ প্ল্যানগুলির দাম ৫০০ টাকার কম।

Jio, Airtel, Vi ও BSNL এর ৮৪ দিনের রিচার্জ প্ল্যান

এয়ারটেল এর ৪৬৯ টাকার প্ল্যান

এটি এয়ারটেলের ভয়েস এবং এসএমএস প্ল্যান। এর বৈধতা ৮৪ দিন। এতে মোট ৯০০ টি এসএমএস সহ ৮৪ দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং বিনামূল্যে হ্যালো টিউনের মতো সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

জিও এর ৪৪৮ টাকার প্রিপেড প্ল্যান

এটি জিও-র ভয়েস এবং এসএমএস প্ল্যান। এর ভ্যালিডিটি ৮৪ দিন। এতে মোট ১০০০ এসএমএস সহ ৮৪ দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধা আছে। এই প্ল্যানে জিও টিভি এবং জিও ক্লাউডের বিনামূল্যে অ্যাক্সেস মিলবে।

Vodafone Idea এর ৪৭০ টাকার প্রিপেড প্ল্যান

এটি ভিআইয়ের ভয়েস এবং এসএমএস অনলি প্ল্যান। এর ভ্যালিডিটি ৮৪ দিন। এতে মোট ৯০০ টি এসএমএস সহ ৮৪ দিনের জন্য আনলিমিটেড কল অন্তর্ভুক্ত রয়েছে। এখানে অন্য কোনো সুবিধা নেই।

BSNL এর ৪৮৫ টাকার প্রিপেড প্ল্যান

বিএসএন‌এল এর এই প্ল্যানে ৮৪ দিনের পরিবর্তে ৮০ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি ডেটা এবং রোজ ১০০ টি এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে।