টেলিকম

বিনামূল্যে দেখুন Disney+ Hotstar, জিও, এয়ারটেল ও Vi এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান দেখুন

Published on:

Jio airtel Vodafone Idea vi cheapest recharge plan with Disney plus Hotstar mobile subscription

ভারতের একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Disney+ Hotstar। আপনি এই ওটিটি অ্যাপের কনটেন্ট বিনামূল্যে দেখতে পারেন। এরজন্য জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (Vi) এর বিশেষ কিছু প্ল্যান রিচার্জ করতে হবে। এই প্রতিবেদনে আমরা সংস্থা তিনটির সবচেয়ে সস্তা Disney+ Hotstar প্ল্যান সম্পর্কে বলবো।

১. এয়ারটেলের ৩৯৮ টাকার প্রিপেড প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়। এখানে ২৮ দিনের জন্য Disney+ Hotstar মোবাইলের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হয়। এখানে আনলিমিটেড ৫জি ডেটাও অন্তর্ভুক্ত রয়েছে।

WhatsApp Community Join Now

২. এয়ারটেলের ৫৪৯ টাকার প্রিপেড প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন। এই প্ল্যানে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি এসএমএস এবং প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যায়। সাথে ৩ মাসের জন্য Disney+ Hotstar মোবাইলের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়। এই প্ল্যানেও আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করা যাবে।

৩. ভোডাফোন আইডিয়ার ৪৬৯ টাকার প্রিপেড প্ল্যান

Vi এর এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি এসএমএস এবং দৈনিক ২.৫ জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের সাথে, ডিজনি + হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পুরো ৩ মাসের জন্য বিনামূল্যে মিলবে।

৪. জিও-র ৯৪৯ টাকার প্ল্যান

এটি জিওর একমাত্র প্ল্যান যেখানে বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে গ্রাহকরা আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি এসএমএস এবং প্রতিদিন ২ জিবি ডেটা উপভোগ করতে পারবে। গ্রাহকরা এখানে পুরো ৩ মাস (৯০ দিন) ডিজনি + হটস্টার মোবাইলের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।

৫. Vi এর ৯৯৪ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এই প্ল্যানে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি এসএমএস এবং প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে পুরো ৩ মাসের জন্য Disney+ Hotstar মোবাইলের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন