টেলিকম

ইন্টারনেট দরকার নেই? সস্তায় Jio, Airtel ও Vi এর ভয়েস কলিং অনলি প্রিপেড প্ল্যান দেখে নিন

Published on:

Jio airtel Vodafone Idea voice only plans details with 365 days validity

আপনার যদি ইন্টারনেট ডেটার প্রয়োজন না থাকে, কেবল কলিং এবং এসএমএস প্রয়োজন হয়, তবে Jio, Airtel এবং Vi এর ভয়েস এবং এসএমএস অনলি প্রিপেড প্ল্যান বেছে নেওয়া উচিত। তুলনামূলক সস্তা এই প্ল্যানগুলি ৩৬৫ দিন পর্যন্ত ভ্যালিডিটি সহ এসেছে। আর ছোট ফোনের জন্যেও প্ল্যানগুলি সুবিধাজনক। আসুন জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার ভয়েস অনলি প্ল্যান দেখে নেওয়া যাক।

জিও ৪৫৮ টাকার ভয়েস অনলি প্রিপেড প্ল্যান

WhatsApp Community Join Now

এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। আনলিমিটেড কলিং সহ এখানে মোট ১০০০ এসএমএস পাওয়া যাবে। আবার জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধা আছে।

এয়ারটেল ৪৯৯ টাকার ভয়েস অনলি প্রিপেড প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৫ দিন। এতে আনলিমিটেড কলিং সহ মোট ৯০০ টি এসএমএস পাওয়া যাবে। সাথে ফ্রি হ্যালোটিউনস এবং অ্যাপোলো ২৪/৭ সার্কেলের সুবিধা রয়েছে।

ভোডাফোন আইডিয়ার ১৪৬০ টাকার ভয়েস অনলি প্রিপেড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ভয়েস অনলি প্ল্যানের ভ্যালিডিটি ২৭০ দিন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সহ রোজ ১০০টি এসএমএস পাওয়া যাবে। ২০০ টি এসএমএসের কোটা শেষ হয়ে গেলে, প্রতি লোকাল এসএমএসের জন্য ১ টাকা এবং প্রতি এসটিডি এসএমএসের জন্য ১.৫ টাকা চার্জ দিতে হবে।

জিও ১৯৫৮ টাকার ভয়েস অনলি প্রিপেড প্ল্যান

Jio-র এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। আনলিমিটেড কলিং সহ মোট ৩৬০০ এসএমএস পাওয়া যাবে এখানে। এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধা রয়েছে।

এয়ারটেল ১৯৫৯ টাকার ভয়েস অনলি প্রিপেড প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে আনলিমিটেড কলিং সহ মোট ৩৬০০ এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানে ফ্রি হ্যালোটিউনস এবং অ্যাপোলো ২৪/৭ সার্কেলের সুবিধা আছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন