সবচেয়ে কম খরচে আনলিমিটেড 5G ডেটা, Airtel নাকি Jio নাকি Vi দিচ্ছে বেশি সুবিধা

ভারতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে 5G পরিষেবা। গ্রাহকরাও হাই স্পিড ইন্টারনেট ও ভালো পরিষেবা পেতে 5G ফোন কিনছে। দেশের তিন বেসরকারি টেলিকম সংস্থা Airtel, Jio এবং Vi ইতিমধ্যেই 5G পরিষেবা চালু করেছে। এরজন্য গ্রাহকদের নির্দিষ্ট প্ল্যান রিচার্জ করতে হবে। তাহলেই আনলিমিটেড 5G ডেটা সহ আনলিমিটেড কলিং, SMS এবং অতিরিক্ত বেনিফিট উপভোগ করা যাবে। আসুন এই তিন টেলিকম সংস্থার ২৮ দিনের সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয়ী মূল্যের 5G প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
এয়ারটেলের ৩৭৯ টাকার প্ল্যান
এয়ারটেলের 5G প্ল্যানের নূন্যতম মূল্য ৩৭৯ টাকা। এই প্ল্যানে ৩০ দিনের জন্য রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যায়। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএসে নেমে আসে। এর অন্যান্য সুবিধার মধ্যে আছে তিন মাসের জন্য অ্যাপোলো ২৪/৭ সার্ভিস, Airtel Xstream-এর সাবস্ক্রিপশন, এক মাসে একবার ফ্রি হ্যালোটিউন এবং AI ভিত্তিক স্প্যাম কল ডিটেকশন সিস্টেম।
Jio এর ৩৪৯ টাকার প্ল্যান
Jio গ্রাহকরা ৩৪৯ টাকার প্ল্যানের সাথে 5G পরিষেবা পেতে পারেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এখানে বিনামূল্যে আনলিমিটেড 5G ডেটাও উপভোগ করা যাবে। অতিরিক্ত সুবিধার মধ্যে আছে জিও টিভি, জিও ক্লাউডে ৫০ জিবি ফ্রি স্টোরেজ এবং তিন মাসের জন্য বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন।
Vi এর ২৯৯ টাকার প্ল্যান
Vi এর 5G পরিষেবা এখন কেবল মুম্বাইয়ে উপলব্ধ। সংস্থাটি ২৯৯ টাকা থেকে প্রিপেড প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে। এই প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি এসএমএস পাওয়া যায়। এর সাথে ১৩০ জিবি পর্যন্ত বোনাস 4G ডেটা দেওয়া হয়।