Jio ও Airtel এর বার্ষিক রিচার্জ প্ল্যান, এক রিচার্জে পুরো বছর টেনশন ফ্রি

মাসে মাসে রিচার্জ করার ঝামেলা কারোর ভালো লাগে না। ফোন ব্যবহার করতে করতে হঠাৎ ডেটা শেষ, কিংবা কল বন্ধ হয়ে যাওয়ার নোটিফিকেশন অনেকের কাছেই বিরক্তিকর। ঠিক এই কারণে দেশের দুই বড় টেলিকম সংস্থা Jio এবং Airtel তাদের গ্রাহকদের বার্ষিক প্ল্যান অফার করে। এই মুহূর্তে আপনি যদি এই বার্ষিক প্রিপেড প্ল্যানগুলি বেছে নেন, তাহলে আপনাকে পরবর্তী রিচার্জের কথা ভাবতে হবে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে।

Jio-র বার্ষিক প্ল্যান

রিলায়েন্স জিওর ৩৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানে পাওয়া যায় ৩৬৫ দিনের ভ্যালিডিটি। প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং দিনে ১০০টি এসএমএস। আবার এই প্ল্যানের সঙ্গে মেলে প্রায় ১৮ মাসের Google Gemini Pro সাবস্ক্রিপশন। এখানে JioTV, JioAICloud এর সাথে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করা যাবে।

এর থেকে বেশি খরচ করতে আপত্তি না থাকলে জিওর ৩,৯৯৯ টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন। এখানে আগের সব সুবিধা সহ পুরো এক বছরের FanCode সাবস্ক্রিপশন মিলবে। যারা নিয়মিত লাইভ খেলা দেখেন, তাদের জন্য এটা উপযুক্ত প্ল্যান।

Airtel-র ৩৬৫ দিনের প্ল্যান

এয়ারটেলের ৩,৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানে ৩৬৫ দিনের ভ্যালিডিটির সঙ্গে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস পাওয়া যাচ্ছে। যোগ্য গ্রাহকরা পাবেন আনলিমিটেড ৫জি ডেটা। বাড়তি সুবিধা হিসেবে Airtel Xstream এবং Perplexity Pro AI এর মতো কিছু ডিজিটাল বেনিফিটও দেওয়া হচ্ছে।

এছাড়া সংস্থাটি ৩,৯৯৯ টাকার প্ল্যানও নিয়ে এসেছে। এখানে দৈনিক ২.৫ জিবি ডেটা দেওয়া হয়। সঙ্গে থাকছে এক বছরের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন।