এখন রিচার্জ করলে ২০২৬ সালের মে অবধি ফ্রি! গ্রাহকদের চিন্তা দূর করল Jio ও Airtel

বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীদের একটি বড় অংশই বারবার রিচার্জ করতে অনিচ্ছুক। এই প্রেক্ষিতে বার্ষিক রিচার্জ প্ল্যান ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। টেলিকম জায়ান্ট Jio এবং Airtel তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ৩৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান, যা একবার রিচার্জ করলেই পুরো এক বছরের নিশ্চিন্ত ব্যবহার করা যায়। এই প্রতিবেদনে দুটি কোম্পানির প্ল্যানের মধ্যে পার্থক্য ও সুবিধাগুলি তুলে ধরা হলো।
Jio-এর বার্ষিক প্ল্যান
জিও-এর ৩৫৯৯ টাকার প্ল্যানে ব্যবহারকারীরা ৩৬৫ দিনের জন্য প্রতিদিন ২.৫ জিবি করে মোট প্রায় ৯১২.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারেন। সঙ্গে রয়েছে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা। এই প্ল্যানে JioTV এবং JioAICloud-এর মতো অ্যাড-অন পরিষেবাও অন্তর্ভুক্ত। উপযুক্ত ডিভাইস ও এলাকায় ৫জি পরিষেবা উপলব্ধ থাকলে, গ্রাহকরা আনলিমিটেড ৫জি ডেটার সুবিধাও পাবেন।
Airtel-এর বার্ষিক প্ল্যান
এয়ারটেল-এর ৩,৫৯৯ টাকার প্ল্যানে পাওয়া যায় ৩৬৫ দিনের বৈধতা এবং প্রতিদিন ২ জিবি ডেটা সহ মোট প্রায় ৭৩০ জিবি ডেটা। এছাড়া রয়েছে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা। অ্যাড-অন হিসাবে পাওয়া যায় অ্যাপোলো ২৪/৭ সার্কেলের ৩ মাসের ফ্রি সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে হ্যালোটিউন। এয়ারটেল-এর তরফ থেকেও আনলিমিটেড ৫জি ডেটা পেতে পারেন।
Jio নাকি Airtel কার প্ল্যান বেছে নেবেন?
যদি বেশি ডেটা প্রয়োজন হয় এবং বিনোদনমুখী অ্যাপ ব্যবহার বেশি করেন, তাহলে জিও-এর প্ল্যানটি বেশি উপযোগী হবে। তবে স্বাস্থ্য পরিষেবার মতো বাড়তি সুবিধা চাইলে এয়ারটেল-এর প্ল্যানটি হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস।