জিও কিছুদিন আগে 200 দিনের ভ্যালিডিটি সহ 2025 টাকার একটি দুর্দান্ত প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে, যেখানে 2.5 জিবি ডেটা, আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যায়। তবে এই প্ল্যান সংস্থাটি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এনেছে। এদিকে কিছুদিন আগে জিও ভারত ফোন ব্যবহারকারীদের জন্যেও সংস্থাটি 1234 টাকার একটি অনন্য প্ল্যানও এনেছিল। এই প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন। অর্থাৎ, এখানে জিও ভারত ফোন (Jio Bharat Phone) ব্যবহারকারীরা মাত্র একবার রিচার্জ করে প্রায় 11 মাস টেনশন ফ্রি থাকতে পারবেন। আসুন জিও-র এই বাজেট-ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যানের সুবিধা দেখে নেওয়া যাক
জিও ভারত ফোন 1234 টাকার প্রিপেড প্ল্যান
আগেই বলেছি রিলায়েন্স জিও-র 1234 টাকার প্ল্যান শুধুমাত্র জিও ভারত ফোন ব্যবহারকারীদের জন্য। এই প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন। অর্থাৎ দাম ও মেয়াদ অনুযায়ী এখানে দৈনিক খরচ হবে 3.67 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতি 28 দিনের জন্য 300 টি এসএমএস পাবেন। এখানে 0.5GB ডেটাও পাওয়া যাবে। অন্যান্য জিও প্ল্যানের মতো, এই প্ল্যানটিও ভারতের যে কোনও নম্বরে আনলিমিটেড কলের সুবিধা দেয়।
এছাড়া বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও পাবেন গ্রাহকরা। অতিরিক্ত সুবিধা হিসাবে, এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
স্মার্টফোনের জন্য 336 দিনের প্ল্যান
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য, জিও 1899 টাকার একটি বাজেট-ফ্রেন্ডলি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন। বৈধতা ও দাম অনুযায়ী এই প্ল্যানের দৈনিক খরচ হবে 5.65 টাকা। সাথে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, মোট 3600 এসএমএস এবং মোট 24 জিবি ডেটা পাওয়া যাবে। বিশেষ করে যারা তাদের সিম দীর্ঘদিন সচল রাখতে চান, কম ডেটা ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যান আদর্শ।