সম্প্রতি জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া শুধু ভয়েস ও SMS সুবিধা-সহ একাধিক রিচার্জ প্ল্যান বাজারে এনেছে। তবে আপনি যদি ভাবেন, ভয়েস অনলি প্ল্যানগুলি রিচার্জ করে আলাদা ডেটা ভাউচার কিনবেন, তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিল রিলায়েন্স জিও। যেহেতু, এই প্ল্যানগুলিতে ডেটা নেই, তাই অনেকে আলাদা করে ভাউচার বা অ্যাড-অন রিচার্জ করার কথা ভাবতে শুরু করেছেন।
জিও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে নিশ্চিত করেছে যে, ভয়েস এবং এসএমএস-অনলি প্ল্যানের সাথে ডেটা ভাউচার ব্যবহার করা যাবে না।
সোশ্যাল মিডিয়ায় একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে, JioCare জানিয়েছে, “ডেটা-অনলি প্যাক (১১/১৯/২৯/৪৯/১৭৫/২১৯/২৮৯/৩৫৯ টাকা) অফার করা হয়, যা সীমিত মেয়াদের ডেটা প্রদান করে। আপনি যদি ডেটা ব্যবহার করতে চান, তাহলে আপনি এই প্যাকগুলির যেকোনো একটি রিচার্জ করতে পারেন। তবে দয়া করে মনে রাখবেন যে আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র একটি ভয়েস এবং এসএমএস প্ল্যান সক্রিয় থাকলে ডেটা বুস্টার বা ডেটা অ্যাড-অন প্যাক (৬৯/১৩৯ টাকা) রিচার্জ করা যাবে না।”
বর্তমানে, জিও দুটি ভয়েস এবং এসএমএস প্ল্যান নিয়ে এসেছে – ৪৪৮ টাকা এবং ১৭৪৮ টাকার প্ল্যান। প্রথমটিতে ৮৪ দিন এবং দ্বিতীয়টিতে ৩৩৬ দিন মেয়াদ রয়েছে, সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং। সীমিত পরিমাণে এসএমএস সুবিধাও রয়েছে। তবে, এই প্রিপেইড প্ল্যানগুলি রিচার্জ করার একটি অসুবিধা হল যে, ব্যবহারকারীর যদি কোনও দিন ডেটার প্রয়োজন হয়, তবে তারা ডেটা প্যাকগুলি রিচার্জ করতে পারবেন না।
অন্যদিকে, ভোডাফোন আইডিয়া একটি প্রতিক্রিয়ায় নিশ্চিত করেছে যে, ব্যবহারকারীরা তাদের ভয়েস এবং এসএমএস প্ল্যানের সাথে ডেটা ভাউচার রিচার্জ করতে পারবেন। উভয় প্ল্যানই একসাথে কাজ করবে।
এয়ারটেলের কথা বললে, তারাও ভোডাফোন আইডিয়ার পথেই হাঁটতে পারে। অর্থাৎ ভয়েস-অনলি প্ল্যানগুলি ব্যবহারকারীরা ডেটা ভাউচারের সাথে রিচার্জ করতে পারবেন।