5500 টাকার কমে সেরা দুই স্মার্টফোন, ডুয়েল ক্যামেরা সহ পাবেন 5000mAh ব্যাটারি

বর্তমানে স্মার্টফোন বাজারে বাজেট ফ্রেন্ডলি ডিভাইসের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যারা প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহার করছেন বা হালকা ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য ফোন খুঁজছেন, তাদের জন্য এন্ট্রি লেভেল সেগমেন্টে বেশ কিছু ভালো অপশন রয়েছে। আজ আমরা এমন দুটি স্মার্টফোনের কথা জানবো, যেগুলোর দাম ৫৫০০ টাকার কম এবং তবুও এগুলি দিচ্ছে আকর্ষণীয় ফিচার ও আধুনিক ডিজাইন।

itel Aura 05i

itel-এর Aura 05i একটি বাজেট স্মার্টফোন হলেও এতে আছে প্রয়োজনীয় সব ফিচার। এতে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Unisoc SC9863A1 চিপসেট। ৬.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে ব্যবহারকারীদের ভালো ভিউয়িং অভিজ্ঞতা দেবে।

ফটোগ্রাফির জন্য পেছনে আছে ৫ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ০.৩ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে। ব্যাটারির দিক থেকেও স্মার্টফোনটি যথেষ্ট – এতে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে: ক্রিস্টাল ব্লু, গ্লোরিয়াস অরেঞ্জ ও নেবুলা ব্ল্যাক। এটি অ্যামাজন ও ফ্লিপকার্টে যথাক্রমে ৫,৪৪৯ টাকায় ও ৫,২৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

POCO C61

অন্যদিকে, POCO C61 ফোনটি আরও বেশি শক্তিশালী স্পেসিফিকেশন নিয়ে এসেছে। এতে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। পারফরম্যান্সের জন্য ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট। এর সামনে ৬.৭১ ইঞ্চির HD+ ডিসপ্লে উপস্থিত।

ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সবচেয়ে চমকপ্রদ দিক হলো, এই ডিভাইসে ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি রয়েছে। এটি পাওয়া যাচ্ছে ডায়মন্ড ডাস্ট ব্ল্যাক, এথেরিয়াল ব্লু এবং মিস্টিক্যাল গ্রীন রঙে। ফ্লিপকার্টে এর দাম ৫,৩৯৯ টাকা।