টেলিকম

Jio -র দুর্দান্ত রিচার্জ প্ল্যান, ৫০ টাকা ক্যাশব্যাক সহ আনলিমিটেড ডেটা ও কল

Published on:

Jio giving swiggy and Amazon prime subscription with rs 1028 rs 1029 recharge plan

Reliance Jio তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের প্ল্যান রিচার্জ করার সুবিধা দেয়। সংস্থার পোর্টফোলিওতে সস্তা এবং ব্যয়বহুল দুই ধরনের প্ল্যান অন্তর্ভুক্ত রয়েছে। আর গ্রাহকদের সুবিধার জন্য, সংস্থাটি তাদের অনেক প্ল্যানের সাথে বিনামূল্যে ওটিটি পরিষেবা দিয়ে থাকে। আজ, আমরা এই প্রতিবেদনে জিওর দুটি দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো, যাদের মধ্যে দামের পার্থক্য মাত্র ১ টাকা। কিন্তু এদের মধ্যে সুবিধার অনেক পার্থক্য রয়েছে। আসুন এই দুই প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

জিও ১০২৯ টাকার প্ল্যান অফার

WhatsApp Community Join Now

রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের ১০২৯ টাকার প্ল্যান অফার করে। এই রিচার্জ প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই ৮৪ দিনে আপনি যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারেন। এছাড়াও, প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে।

জিও গ্রাহকরা এই প্ল্যানে মোট ১৬৮ জিবি ডেটা পাবে। এখানে প্রতিদিন ২ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা ব্যবহার করার সুবিধা আছে। এর সাথে আনলিমিটেড ৫জি ডেটা উপভোগ করা যাবে। শুধু তাই নয়, এই প্ল্যানের সাথে অ্যামাজন প্রাইম লাইটের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

জিও-র ১০২৮ টাকার প্ল্যান

এটি রিলায়েন্স জিও-র অন্যতম ব্লকবাস্টার প্ল্যান। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি পান। সাথে দেওয়া হয় আনলিমিটেড কলিংয়ের সুবিধা। আবার রোজ ১০০ টি ফ্রি এসএমএস ব্যবহার করা যায়।

এছাড়া জিও এই প্ল্যানে ৮৪ দিনের জন্য মোট ১৬৮ জিবি ডেটা অফার করে, যার অর্থ আপনি প্রতিদিন ২ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা উপভোগ করতে পারবেন। এখানেও আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা নেওয়া যাবে। এর পাশাপাশি ৫০ টাকা ক্যাশব্যাক ও ৩ মাসের সুইগি ওয়ান লাইট সাবস্ক্রিপশন অফার করা হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন