আপনি কি নতুন বছরে ভালো রিচার্জ প্ল্যান খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদন আপনার কাজে আসবে। এখানে আমরা Jio -র সেরা কয়েকটি রিচার্জ প্ল্যানের কথা বলবো, যাদের মূল্য 300 টাকার কম। যারা সেকেন্ডারি সিম হিসেবে জিও ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানগুলি রিচার্জ করা আদর্শ। সমস্ত প্ল্যানেই আনলিমিটেড কল সহ ডেটা ও অন্যান্য সুবিধা পাওয়া যাবে। আসুন 300 টাকার নিচে Jio -র রিচার্জ প্ল্যানগুলি দেখে নেওয়া যাক।
Jio -র 198 টাকার প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে
200 টাকার কমে জিও-র এই প্ল্যান সেই ব্যবহারকারীদের জন্য ভালো যাদের বেশি ডেটা প্রয়োজন। কারণ এখানে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। সাথে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন ব্যবহারকারীরা। এর পাশাপাশি, রোজ 100 টি এসএমএসও দেওয়া হয়। জিও-র 198 টাকার এই প্ল্যানের বৈধতা 14 দিন। অর্থাৎ, এখানে মোট 28 জিবি ডেটা উপভোগ করা যাবে। এই প্ল্যানের সাথে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধা পাওয়া যাবে।
Jio -র 199 টাকার প্ল্যানের সুবিধা
জিও ব্যবহারকারীরা এখানে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। এই প্ল্যানের সাথে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়। 199 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 18 দিন। এখানে মোট 27 জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন মেলে।
Jio -র 209 টাকার প্ল্যানের সুবিধা
জিও-র 209 টাকার রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 1 জিবি ডেটা এবং 100 টি ফ্রি এসএমএস পাবেন। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 22 দিন। অর্থাৎ ব্যবহারকারীরা মোট 22 জিবি ডেটা পাবেন। পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধা পাবেন।
Jio-র 239 টাকার প্ল্যান
রিলায়েন্স জিও-র 250 টাকার মধ্যে আরও একটি প্ল্যান রয়েছে, যেখানে ব্যবহারকারীরা প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। জিও-র এই প্ল্যানের দাম 239 টাকা। এই প্ল্যানে 22 দিনের জন্য আনলিমিটেড কল, ডেটা এবং প্রতিদিন 100 টি এসএমএস দেওয়া হয়। এই প্ল্যানে গ্রাহকরা মোট 33 জিবি ডেটা পাবেন। ব্যবহারকারীরা জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধাও নিতে পারবেন।
Jio -র 249 টাকার প্ল্যানের সুবিধা
জিও-র এই প্ল্যানে প্রতিদিন 1 জিবি ডেটা দেওয়া হয়। এর সাছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এই প্রিপেড রিচার্জ প্ল্যানের বৈধতা 28 দিন। এতে ব্যবহারকারীরা মোট 28 জিবি ডেটার সুবিধা পাবেন। এছাড়াও প্রতিদিন 100 টি এসএমএস, জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধা পাওয়া যাবে।
Jio -র 299 টাকার প্ল্যানের সুবিধা
জিও-র এই রিচার্জ প্ল্যানে রোজ 1.5 জিবি ডেটা দেওয়া হয়। এর ভ্যালিডিটি 28 দিন। এর পাশাপাশি বিনামূল্যে কলিং এবং প্রতিদিন 100 টি এসএমএস অফার করা হয়। এই প্ল্যানে মোট 42GB ডেটা পাওয়া যাবে। জিও ব্যবহারকারীরা এখানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধাও নিতে পারবেন।