টেলিকম

ইন্টারনেটের প্রয়োজন নেই? Jio দিচ্ছে অতি সস্তায় দীর্ঘ ভ্যালিডিটি সহ আনলিমিটেড কল ও SMS

Published on:

Jio offer three value recharge plans rs 189 rs 479 rs 1899 offer unlimited call sms

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) টেলিকম সংস্থাগুলিকে ইন্টারনেট ডেটা ছাড়া কেবল কলিং এবং এসএমএস প্ল্যান আনার নির্দেশ দিয়েছে। যদিও Jio, Airtel, Vi বা BSNL এখনও নির্দেশমতো কোনো প্ল্যান আনেনি। তবে আপনি যদি এই মুহূর্তে এমন ধরনের কোনো প্ল্যান রিচার্জ করতে চান তাহলে সংস্থাগুলির ভ্যালু প্ল্যান বেছে নিতে পারেন। এই প্ল্যানগুলিতে কম ডেটা সহ আনলিমিটেড কলিং এবং এসএমএস সুবিধা পাওয়া যায়। Reliance Jio তিনটি ভ্যালু প্ল্যান অফার করে। আসুন এই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

জিও 189 টাকার প্রিপেড প্ল্যান

Jio গ্রাহকরা 189 টাকার ভ্যালু প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি সহ মোট 2 জিবি ডেটা পাবেন। এর সাথে তারা মোট 300 এসএমএস পাঠাতে পারবেন এবং সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। আবার গ্রাহকরা জিও পরিবারের অ্যাপগুলি (যেমন জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড) ব্যবহার করতে পারবেন।

WhatsApp Community Join Now

জিও 479 টাকার রিচার্জ প্ল্যান

জিও তাদের 479 টাকার প্ল্যানে পুরো 84 দিনের বৈধতা সহ মোট 6 জিবি ডেটা দেয়। আবার গ্রাহকরা মোট 1000 এসএমএস পাঠাতে পারবেন এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন। এই রিচার্জ প্ল্যানেও জিও অ্যাপগুলির (জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড) সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

জিও 1899 টাকার প্ল্যান

Jio-র সবচেয়ে ব্যয়বহুল ভ্যালু প্ল্যানের মূল্য 1,899 টাকা এবং এখানে পুরো 336 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এখানে গ্রাহকরা মোট 24 জিবি ডেটা এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও 3600 এসএমএস পাঠানোর সুবিধা রয়েছে। এখানে JioTV, JioCinema ও JioCloud অ্যাপগুলির সাবস্ক্রিপশন দেওয়া হবে।

যাদের প্রতিদিন মোবাইল ডেটার প্রয়োজন নেই অথবা যারা ওয়াইফাই বা অন্যান্য সিমের মাধ্যমে ডেটার চাহিদা পূরণ করেন তাদের জন্য এই প্ল্যানগুলো সেরা। এখানে সীমিত ডেটা সহ কলিং ও লম্বা ভ্যালিডিটি পাওয়া যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন