Reliance Jio ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রিপেইড প্ল্যান রিচার্জ করার সুবিধা পান, ফলে মাঝে মাঝে সঠিক প্ল্যান বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই মাঝে মাঝেই আমরা আপনাদের সেরা কিছু প্ল্যানের সন্ধান দিই। আজ যেমন আমরা বলবো কীভাবে ১০০ টাকা সাশ্রয় করে আপনি অতিরিক্ত ডেটা পেতে পারেন। আসুন আমরা Jio-র কোন প্ল্যানগুলির কথা বলছি জেনে নেওয়া যাক।
৯৯৯ টাকার Jio প্ল্যান
যদি জিওর এই প্ল্যান রিচার্জ করা হয় তবে ৯৮ দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন ২ জিবি মোবাইল ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০ এসএমএস পাঠানোর সুযোগ পাওয়া যায়। অর্থাৎ ৪জি ব্যবহারকারীর মোট ১৯৬ জিবি ডেটা উপভোগ করতে পারবেন। তবে এখানে আনলিমিটেড ৫জি ডেটা সহ অন্যান্য সুবিধাও আছে।
৮৯৯ টাকার Jio প্ল্যান
জিওর ৮৯৯ টাকার প্ল্যানে ৯০ দিনের ভ্যালিডিটি অফার করা হয়। এখানেও প্রত্যহ ২ জিবি ইন্টারনেট ডেটার সুবিধা আছে। তবে এর সাথে আরও ২০ জিবি অতিরিক্ত ডেটাও দেওয়া হচ্ছে। এভাবে মোট ২০০ জিবি ডেটা ৪জি গ্রাহকদের ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ SMS পাঠানোর পাশাপাশি সীমাহীন ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।
আর দুটি রিচার্জ প্ল্যানই ৯০ দিনের জন্য JioHotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে। শুধু তাই নয়, যোগ্য ব্যবহারকারীরা আনলিমিটেড ৫জি ডেটা ছাড়াও JioTV এবং JioAICloud অ্যাপের অ্যাক্সেস পাবেন। তবে এক্ষেত্রে ১০০ টাকা কমে ৮৯৯ টাকার প্ল্যানটি সামান্য বেশি ডেটা ব্যবহার করতে দেওয়ায়, এটি রিচার্জ করাই লাভজনক।