টেলিকম

Jio গ্রাহকদের জন্য ধামাকা রিচার্জ প্ল্যান, বিনামূল্যে SonyLiv ও Zee5 সাবস্ক্রিপশন

Published on:

Jio Offering SonyLiv zee5 subscription recharge plan with 84 days validity

রিচার্জ প্ল্যানের জন্য এখন আলাদা করে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে হয় না। প্রায় সমস্ত টেলিকম অপারেটর এখন ওটিটি সাবস্ক্রিপশন সহ প্ল্যান নিয়ে আসে‌। ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance Jio বেশ কয়েকটি প্ল্যান অফার করছে, যেগুলি রিচার্জ করার পরে ওটিটি পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। এক্ষেত্রে গ্রাহকরা SonyLiv ও Zee5 সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আর এই প্ল্যানগুলি ৮৪ দিন পর্যন্ত ভ্যালিডিটি অফার করে।

এরমধ্যে ৮৪ দিনের প্ল্যানের দাম ১০৪৯ টাকা। এখানে সোনি লিভ এবং জি৫ কম্বো সাবস্ক্রিপশন পাওয়া যায়। আবার দৈনিক ডেটা ছাড়াও যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারে। এই ডেটা রোজকার ২ জিবি ডেটা শেষ হওয়ার পর পাওয়া যায়। এছাড়াও গ্রাহকরা সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করতে পারেন। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুবিধও রয়েছে।

শুধু তাই নয়, গ্রাহকরা জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড অ্যাপের পাশাপাশি ৮৪ দিনের জন্য সোনি লিভ এবং জি৫ উভয়ই অ্যাক্সেস করতে পারবেন। গ্রাহকরা জিও টিভি মোবাইল অ্যাপের মাধ্যমে কনটেন্ট দেখতে পাবেন।

এছাড়াও, আপনার যদি ২৮ দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানের প্রয়োজন হয় তবে ৪৪৫ টাকা এবং ১৭৫ টাকার জিও টিভি প্রিমিয়াম প্ল্যান রিচার্জ করতে পারেন। এই প্ল্যানগুলিতে একসাথে অসংখ্য ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে।