Jio Starlink Partnership: হাত মেলাল মুকেশ আম্বানির জিও এবং ইলন মাস্কের স্টারলিংক। দেশজুড়ে স্যাটেলাইট ভিত্তিক হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দিতে মার্কিন সংস্থা স্পেসএক্সের সঙ্গে জোট বাধল জিও। বুধবার, এই চুক্তি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। কিছুদিন আগেই এয়ারটেলের সঙ্গে যৌথ উদ্যোগের ঘোষণা করে স্পেসএক্স। এবার দেশের বৃহত্তম টেলিকম সংস্থার সঙ্গে হাত মেলালেন ইলন মাস্ক।
এই চুক্তির ফলে ভারতে স্টারলিংকের দরজা কার্যত খুলে গেল বলে মনে করছেন অনেকে। দেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করার জন্য অনেক দিন আগেই টেলিকম দফতরের কাছে আবেদন করেছিল স্টারলিংক। এদিন, এই চুক্তির ফলস্বরূপ অনুমোদন প্রক্রিয়া কার্যত আরও সহজ হয়ে গেল ইলন মাস্কের জন্য।
জানা গিয়েছে, রিলায়েন্স জিও তাদের রিটেল আউটলেট এবং অনলাইন স্টোরগুলিতে স্টারলিংক সলিউশনগুলি উপলব্ধ করবে, যাতে গ্রাহকদের কাছে স্টারলিংক সরঞ্জামগুলি সহজে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। বিবৃতিতে জানানো হয়েছে, “জিও তার রিটেল আউটলেটগুলির পাশাপাশি তার অনলাইন স্টোরফ্রন্টগুলির মাধ্যমে স্টারলিংক সলিউশনগুলি উপলব্ধ করবে।”
এছাড়াও, গ্রাহক পরিষেবা ইনস্টলেশন এবং সক্রিয়করণকে সমর্থন করার জন্য আলাদা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে জিও। কোম্পানিটি আরও জানিয়েছে যে, স্পেসএক্সের সাথে চুক্তিটি দেশজুড়ে সমস্ত উদ্যোগ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং সম্প্রদায়ের জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট সম্পূর্ণরূপে নিশ্চিত করা হবে।
এ বিষয়ে রিলায়েন্স জিওর গ্রুপ সিইও ম্যাথিউ ওমেন বলেন, “ভারতে স্টারলিংককে আনার জন্য স্পেসএক্সের সাথে আমাদের সহযোগিতা আমাদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে এবং সকলের জন্য নিরবচ্ছিন্ন ব্রডব্যান্ড সংযোগের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ চিহ্নিত করে। জিও’র ব্রডব্যান্ড ইকোসিস্টেমে স্টারলিংককে একীভূত করবে, এবং এই এআই-চালিত যুগে হাই স্পিড ব্রডব্যান্ডের নির্ভরযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা হচ্ছে। সারা দেশে সম্প্রদায় এবং ব্যবসাগুলিকে ক্ষমতায়ন করা হবে।”
অন্যদিকে, স্টারলিংকের অভিভাবক সংস্থা স্পেসএক্সের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার গুইন শটওয়েল বলেন, “ভারতের সংযোগ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিও’র প্রতিশ্রুতিকে আমরা সাধুবাদ জানাই। আমরা জিও’র সাথে কাজ করার এবং ভারত সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যাতে আরও বেশি লোক, সংস্থা এবং ব্যবসাকে স্টারলিংকের উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা প্রদান করা যায়।”
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.