টেলিকম

দেশের ৪৯ কোটি ইউজারদের জন্য দারুন সুবিধা আনল Jio

Published on:

Jio prepaid plan with Amazon prime subscription watch free Paatal lok 2

বিনামূল্যে দেখা যাবে জনপ্রিয় ওয়েব সিরিজ পাতাল লোক সিজন ২। লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য নতুন অফার আনল জিও। এই ওয়েব সিরিজ দেখার জন্য আপনাকে আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে না। ১৭ জানুয়ারি মুক্তি পাবেন এই সিরিজের দ্বিতীয় পার্ট। এটি জিও-এর নির্দিষ্ট রিচার্জ প্ল্যানের মাধ্যমে বিনামূল্যে দেখা যাবে। আপনি কোনও অতিরিক্ত খরচ ছাড়াই পাতাল লোক সিজন ২ উপভোগ করতে পারবেন।

ওয়েব সিরিজে বিনামূল্যে অ্যাক্সেসের পাশাপাশি, জিও তার রিচার্জ প্ল্যানে দীর্ঘ মেয়াদ, সীমাহীন বিনামূল্যে কলিং এবং প্রচুর ডেটার মতো সুবিধাও রেখেছে। আসুন অফারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

WhatsApp Community Join Now

বিনামূল্যে Paatal Lok সিজন ২

রিলায়েন্স জিও তাদের অনেক রিচার্জ প্ল্যানে বিভিন্ন OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত করেছে। আগামীকাল Amazon Prime Video-এ Paatal Lok ২ মুক্তি পাবে। এই ওয়েব সিরিজটি দেখতে, Prime Video সাবস্ক্রিপশন থাকা আবশ্যক। তবে, যদি আপনি আলাদাভাবে এর জন্য অর্থ প্রদান করতে না চান, তাহলে আপনি নির্দিষ্ট কয়েকটি জিও রিচার্জ প্ল্যান নিতে পারেন।

জিও তাদের গ্রাহকদের জন্য ১০২৯ টাকার একটি আকর্ষণীয় রিচার্জ প্ল্যান অফার করছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা ৮৪ দিনের বৈধতা পাবেন, সেই সাথে যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিংও করা যাবে। এছাড়া মিলবে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস।

১০২৯ টাকার প্ল্যানে মোট ১৬৮ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। যার মাধ্যমে আপনি প্রতিদিন ২ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল, ৮৪ দিনের জন্য অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে আপনি বিনামূল্যে পাতাল লোক ২ দেখতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন