কোটি কোটি গ্রাহকের কথা ভেবে Jio-র এন্টারটেইনমেন্ট প্ল্যান, ডেটা ও কলের সাথে মন থাকবে ফুরফুরে

এন্টারটেইনমেন্টের জন্য সেরা প্ল্যানের খোঁজ করলে, জিওর পোর্টফোলিওতে আপনার জন্য একাধিক বিকল্প আছে। জিও তাদের গ্রাহকদের বিভিন্ন এন্টারটেইনমেন্ট প্রিপেইড প্ল্যান (Jio Recharge Plan) অফার করে। এর মধ্যে থেকে আজ আমরা জিওর কিছু সেরা এন্টারটেইনমেন্ট প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানগুলিতে ওটিটি বেনিফিটের সাথে ডেটা এবং অ‌নলিমিটেড কলিংয়ের সুবিধা আছে।

445 টাকার রিচার্জ প্ল্যান

জিওর এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এখানে গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটা উপভোগ করতে পারবেন। এর সাথে সনি লিভ, জি5 সহ 12টি OTT অ্যাপের কনটেন্ট দেখার ছাড়পত্র পাওয়া যাবে। এখানে জিও হটস্টারেরও সাবস্ক্রিপশনও বিনামূল্যে দেওয়া হবে। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধার আছে।

889 টাকার জিও প্ল্যান

এই জিও প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এখানে প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হচ্ছে। এর সাথে JioSaavn এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর পাশাপাশি জিও টিভি বিনামূল্যে দেখা যাবে।

949 টাকার প্ল্যান

জিওর এই প্ল্যান 84 দিন চলে। এখানে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যাবে। সাথে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএস উপভোগ করা যাবে। এই প্ল্যান জিও হটস্টার এবং জিও টিভির ফ্রি অ্যাক্সেস দেবে।

1029 টাকার রিচার্জ প্ল্যান

এই জিও রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এখানে প্রতিদিন 2GB ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হবে। এই প্ল্যানের মাধ্যমে অ্যামজন প্রাইম লাইট এবং জিও হটস্টার দেখার ছাড়পত্র পাওয়া যাবে।

জিওর 1049 টাকার প্ল্যান

জিওর 84 দিনের এই প্ল্যানে প্রতি দিন 2GB ডেটা পাওয়া যাবে। এর সাথে অনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। এই প্ল্যানে সোনি লিভ, জি৫ ও জিও টিভির সাবস্ক্রিপশন অফার করা হয়।