১০ টাকা এক্সট্রায় ৭৪ জিবি ডেটা সহ বেশিদিনের ভ্যালিডিটি, কোটি কোটি গ্রাহকের জন্য Jio-র সেরা প্ল্যান

রিলায়েন্স জিও নিয়মিত তাদের প্রিপেড প্ল্যান আপডেট করছে যাতে গ্রাহকরা সেরা সুযোগ সুবিধা পায় এবং কোম্পানির গ্রাহক প্রতি আয় বাড়ে। জিওর কাছে দুটি রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) রয়েছে যেগুলোর মধ্যে পার্থক্য মাত্র 10 টাকার। তবে এই 10 টাকা বেশী খরচ করে অনেক সুবিধা পাওয়া যাবে। 10 টাকার বিনিময়ে আপনাই 74GB বেশী ডেটা এবং জিওহটস্টারের 90 দিনের ফ্রি সাবস্ক্রিপশন পেতে পারেন। আমরা এখানে Jio-র 899 টাকার এবং 889 টাকার প্ল্যান দুটির কথা বলছি।

জিওর 899 টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানটি 90 দিনের বৈধতা সহ আসে, অর্থাৎ পুরো 3 মাস ধরে পরিষেবা পাওয়া যায়। এখানে প্রতিদিন 2GB + অতিরিক্ত 20GB বোনাস ডেটা মেলে। অর্থাৎ মোট 200GB ডেটা পাওয়া যাবে। এখানে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে। এর সাথে রোজ 100 SMS দেওয়া হয়। অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানে 90 দিনের জন্য জিওহটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাবে। যার মাধ্যমে আপনি IPL 2025 এবং অন্যান্য কন্টেন্ট ফ্রিতে দেখতে পাবেন।

জিওর 889 টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এখানে প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়, অর্থাৎ মোট 126GB ডেটা পাওয়া যায়। এর সাথে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে। রোজ ১০০ এসএমএসও উপভোগ করা যাবে। এর সাথে জিওসাভান প্রো সাবস্ক্রিপশন মিলবে। যদি আপনি বিজ্ঞাপন মুক্ত গান শুনতে চান তাহলে এই সাবস্ক্রিপশন কাজে আসবে।

899 টাকার এবং 889 টাকার প্ল্যানের মধ্যে কোনটি সেরা

জিওর 899 টাকার প্ল্যানের দাম 10 টাকা বেশি হলেও এখানে 6 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি, 74 জিবি বেশি ডেটা এবং আইপিএল দেখার জন্য জিওহটস্টারের ৩ মাসের সাবস্ক্রিপশন পাওয়া যায়। যেখানে 889 টাকার প্ল্যানে কম ডেটা এবং 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। তাই 899 টাকার প্ল্যানটি লাভজনক। তবে যদি আপনি মিউজিক প্রেমী হন তাহলে 889 টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন।