Jio-র চমৎকার ৪ রিচার্জ প্ল্যান, ১০০ টাকা থেকে OTT অ্যাপ ও আনলিমিটেড কলের সুবিধা

বর্তমানে মোবাইল ব্যবহারকারীরা কেবল কল বা ইন্টারনেট নয়, রিচার্জ প্ল্যানের মাধ্যমে বিনোদনের সুবিধাও পেতে চাইছেন। এই চাহিদাকে সামনে রেখে টেলিকম সংস্থা জিও বাজারে এনেছে বেশ কিছু সাশ্রয়ী এন্টারটেইনমেন্ট প্রিপেইড প্ল্যান (Jio Recharge Plan), যেগুলোর দাম ৪৫০ টাকার কম। এই প্ল্যানগুলোতে ওটিটি (OTT) অ্যাপের ফ্রি অ্যাক্সেস ছাড়াও পাওয়া যাবে রোজকার ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা।

৪৪৫ টাকার জিও প্ল্যান

এই জিও প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ এবং প্রতিদিন ২ জিবি করে মোট ৫৬ জিবি ডেটা দেওয়া হয়। যারা ৫জি ফোন ব্যবহার করেন, তারা এখানে আনলিমিটেড ৫জি ডেটাও উপভোগ করতে পারবেন। বিনোদনের জন্য রয়েছে Sony Liv, JioCinema (আগের নাম Jio Hotstar), Zee5 ও JioTV-এর ফ্রি সাবস্ক্রিপশন। সেইসঙ্গে আছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা।

৩২৯ টাকার জিও প্ল্যান

এই জিও প্ল্যানটির বৈধতা ২৮ দিন। এখানে প্রতিদিন ১.৫ জিবি করে মোট ৪২ জিবি ডেটা পাওয়া যাবে। সাথে ১০০টি করে ফ্রি SMS মিলবে এবং রয়েছে আনলিমিটেড কলিং। বিনোদনের জন্য আছে Jio Hotstar, JioSaavn Pro ও JioTV-এর ফ্রি সাবস্ক্রিপশন।

১৯৫ টাকার জিও প্ল্যান

যারা বেশি কল করেন না, কিন্তু লম্বা ভ্যালিডিটি সহ ডেটা সুবিধা চান, তাদের জন্য এটি উপযুক্ত একটি ডেটা প্যাক। ৯০ দিনের মেয়াদে এখানে মোট ১৫ জিবি ডেটা মিলবে। বিনোদনের জন্য এখানে রয়েছে Jio Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন।

জিওর ১০০ টাকার প্ল্যান

সবচেয়ে সস্তা এই জিও প্ল্যানটির বৈধতাও ৯০ দিন। এখানে মোট ৫ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও, Jio Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন মিলবে।