Jio Star সম্প্রতি রেগুলেটরের কাছে তাদের টিভি চ্যানেলের দাম জানিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি 134টি চ্যানেলের জন্য মোট 83টি প্যাকেজ নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে বিনোদন, সংবাদ, খেলাধুলা এবং ইনফোটেইনমেন্ট ইত্যাদি। রিপোর্টে বলা হয়েছে, এসডি চ্যানেলের জন্য স্টার ভ্যালু প্যাক (SVP) হিন্দি এবং এসভিপি হিন্দি বেসিক প্যাকের দাম রাখা হয়েছে 110 টাকা, যেখানে আগে একই চ্যানেলের জন্য প্রায় 90 টাকা খরচ করতে হত।
Jio Star এর কাছে আছে বড় ক্রিকেট ইভেন্টের স্বত্ব
জিও স্টারের দর্শকদের স্টার প্লাস, কালারস, স্টার গোল্ড এবং স্টার স্পোর্টসের মতো জনপ্রিয় চ্যানেলগুলি অফার করবে। এছাড়া জিও স্টার থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) খেলা, এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এর খেলা সম্প্রচার করার স্বত্ব আছে।
সনি পিকচার্স, জি এন্টারটেইনমেন্টের চ্যানেলের দাম 10% বাড়ানো হয়েছে
কয়েকমাস আগে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া এবং জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস তাদের চ্যানেলের দাম 10 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। মূলত সেই কারণেই জিও স্টার তাদের স্টার ভ্যালু প্যাক হিন্দি প্যাকেজের দাম আগের তুলনায় 18 শতাংশ বেশি রেখেছে বলে অনুমান করা হচ্ছে। এখন দেখার এই চ্যানেল প্যাকেজ দর্শকদের খুশি করতে পারে কিনা।
মোবাইল ব্যবহারকারীদের জন্য Jio এনেছে নতুন বছরের প্ল্যান
জিও গত মাসে অর্থাৎ 2024 সালের ডিসেম্বরে গ্রাহকদের জন্য নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান 2025 লঞ্চ করেছিল। ব্যবহারকারীরা 11 জানুয়ারী, 2025 পর্যন্ত এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। এখানে 200 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। আবার ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন 2.5 জিবি ডেটা দেওয়া হবে। শুধু তাই নয়, এখানে আনলিমিটেড 5G ডেটাও উপভোগ করা যাবে। এই প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস পাবেন। আবার 2025 টাকার প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা 2150 টাকার বেনিফিট পাবেন।