টেলিকম

ঘন ঘন রিচার্জের দরকার নেই, Jio, Airtel, Vi এর ৮৪ দিনের রিচার্জ প্ল্যান

Published on:

Jio vi airtel 84 days validity prepaid recharge plan

জিও, এয়ারটেল এবং ভিআইয়ের কাছে গ্রাহকের প্রয়োজন মতো বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান রয়েছে। তবে সমস্ত প্ল্যানগুলির মধ্যে জনপ্রিয় ৮৪ দিনের রিচার্জ প্ল্যান। কারণ এখানে মাসে মাসে রিচার্জের প্রয়োজন হয় না এবং বার্ষিক প্ল্যানের জন্য বেশি টাকা খরচ করতে হয় না। আজ আমরা এই প্রতিবেদনে Jio, Airtel, Vi এর ৮৪ দিনের রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো।

জিও-র ৭৯৯ টাকার প্ল্যান

এটি Jio-এর সবচেয়ে সস্তা প্রিপেড প্ল্যান যেখানে দৈনিক ডেটা সহ ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন ১০০ টি এসএমএস এবং রোজ ১.৫ জিবি ডেটা পাবেন। অতিরিক্ত সুবিধা হিসাবে আছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন।

জিও-র ৮৫৯ টাকার প্ল্যান

আপনি যদি আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে চান তাহলে ৮৫৯ টাকার প্ল্যানটি বেছে নিন। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে আনলিমিটেড কল, দৈনিক ১০০ টি এসএমএস এবং প্রত্যহ ২ জিবি ডেটা দেওয়া হয়। সাথে আনলিমিটেড 5G ডেটা, জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড বিনামূল্যে ব্যবহার করা যাবে।

এয়ারটেল-র ৫৮৪ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এতে আনলিমিটেড কল, মোট ৯০০ এসএমএস এবং মোট ৭ জিবি ডেটা অন্তর্ভুক্ত আছে। এর সাথে স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং বিনামূল্যে হ্যালো টিউনের সুবিধা অন্তর্ভুক্ত আছে।

এয়ারটেল-র ৮৫৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এতে আনলিমিটেড কল, দৈনিক ১০০ এসএমএস এবং রোজ ১.৫ জিবি ডেটা অন্তর্ভুক্ত রয়েছে। এই প্ল্যানে স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, রিওয়ার্ডস মিনি সাবস্ক্রিপশন, অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং ফ্রি হ্যালো টিউনের মতো সুবিধা রয়েছে।

Vi এর ৫০৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এই প্ল্যানে আনলিমিটেড কল, মোট ১০০০ এসএমএস এবং ৬ জিবি ডেটা ব্যবহার করা যায়। তবে অন্য কোনো সুবিধা এখানে পাওয়া যায় না।

Vi এর ৮৫৯ টাকার প্ল্যান

আপনার যদি আরও ডেটার প্রয়োজন হয় তবে আপনি ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানটি বেছে নিতে পারেন। এর ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে রোজ ১০০ এসএমএস সহ আনলিমিটেড কল এবং প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়। এর পাশাপাশি সারা রাত বিঞ্জ, ডেটা ডিলাইটস এবং সপ্তাহান্তে ডেটা রোলওভারের মতো সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।