Airtel বনাম Jio এর ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানের মধ্যে কোনটা বেশি লাভজনক? জেনে নিন সব সুবিধা একসাথে

Reliance Jio এখন তাদের ৩৪৯ টাকার প্ল্যানের সাথে দুর্দান্ত সুবিধা দিচ্ছে। এর ফলে Airtel এর ৩৪৯ টাকার প্ল্যানটি এখন প্রতিদ্বন্দ্বিতায় কিছুটা পিছিয়ে পড়েছে। জিওর প্ল্যানের সাথে এখন গোল্ডে অতিরিক্ত ২% ছাড় এবং প্রতিদিন ২ জিবি ডেটা মিলছে। এছাড়া কোম্পানিটি জিও হোমের বিনামূল্যে ট্রায়াল এবং জিও হটস্টার সাবস্ক্রিপশন অফার করছে। অন্যদিকে Airtel এর প্ল্যানে ২২টিরও বেশি OTT অ্যাপের অ্যাক্সেস এবং ১৭,০০০ টাকার Perplexity Pro AI সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে।
Jio এর ৩৪৯ টাকার প্ল্যান
৩৪৯ টাকার জিও প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে রোজ ২ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। সাথে মিলছে আনলিমিটেড ৫জি ডেটা ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। এছাড়া প্রতিদিন ১০০টি এসএমএস অফার করা হচ্ছে। শুধু তাই নয়, এই প্ল্যানের সাথে এখন জিওর ৯ম বার্ষিকী উদযাপন অফারও অন্তর্ভুক্ত রয়েছে, যেকারণে জিও ফাইন্যান্স ব্যবহারকারীদের জিও গোল্ডে অতিরিক্ত ২% ছাড় পাবেন। এই অফারটি পেতে গ্রাহকদের +91-8010000524 নম্বরে একটি মিসড কল দিতে হবে।
আবার ৩৪৯ টাকার Jio প্ল্যানের সাথে কোম্পানি দুই মাসের জন্য বিনামূল্যে Jio Home ট্রায়াল অফার করছে। এর সাথে Jio Saavn এর এক মাসের বিনামূল্যে সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে Jio Hotstar মোবাইলের সাবস্ক্রিপশন এবং Jio TV ও Jio AI ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ।
Airtel এর ৩৪৯ টাকার প্ল্যান
এয়ারটেলের ৩৪৯ টাকার প্ল্যানের মেয়াদ ২৮ দিন। ইন্টারনেট ব্যবহারের জন্য মিলছে রোজ ১.৫ জিবি ডেটা। আবার 5G নেটওয়ার্ক উপলব্ধ এলাকায় বসবাসকারী ব্যবহারকারীদের পাবেন আনলিমিটেড ৫জি ডেটা। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এছাড়া এয়ারটেল এক্সট্রিম প্লে এর অ্যাক্সেস দেওয়া হচ্ছে, যেখানে ২২টিরও বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন সহ ১২ মাসের জন্য ১৭ হাজার টাকার মূল্যের Perplexity Pro AI সাবস্ক্রিপশনও মিলবে।