টেলিকম

BSNL নাকি Jio, কারা দিচ্ছে 70 দিনের প্ল্যানে বেশি সুবিধা

Published on:

Jio vs bsnl 70 days recharge plan compare 197 and 666 rupees plan benefits

Reliance Jio সম্প্রতি বেশ কিছু প্ল্যানে পরিবর্তন এনেছে। এছাড়া নতুন বছর উপলক্ষে, 2025 টাকার একটি সস্তা প্ল্যান লঞ্চ করেছে তারা, যা 200 দিনের ভ্যালিডিটি অফার করে। এছাড়া Jio গত জুলাইয়ে 70 দিনের ভ্যালিডিটি সহ একটি প্ল্যান এনেছিল। জিওর এই প্ল্যানটি বিএসএনএলের 70 দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ 197 টাকার প্ল্যানের থেকে অনেক দিক থেকে ভাল। আসুন জিও এবং বিএসএনএলের 70 দিনের প্ল্যানের বেনিফিট দেখে নেওয়া যাক।

Jio 70 দিনের প্ল্যান

জিও-র এই প্রিপেড প্ল্যানের দাম 666 টাকা। এই প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলির কথা বললে, গ্রাহকরা ভারত জুড়ে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা পাবেন। আবার এখানে রোজ 1.5 জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হবে। অর্থাৎ গ্যাহকরা মোট 105 জিবি ডেটা পাবেন। সাথে প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস উপভোগ করা যাবে। আবার গ্রাহকরা জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধা পাবেন।

WhatsApp Community Join Now

BSNL এর 70 দিনের প্ল্যান

বিএসএনএল এর 70 দিনের প্রিপেড প্ল্যানের দাম 197 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রথম 18 দিনের জন্য ভারত জুড়ে যে কোনও নেটওয়ার্কে কল করার জন্য সীমাহীন ফ্রি কলিংয়ের সুবিধা পাবেন। একই সঙ্গে থাকছে ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও। আবার এই প্ল্যান রিচার্জ করলে প্রথম 18 দিনের জন্য প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হবে। এছাড়া 18 দিনের জন্য রোজ 100 ফ্রি এসএমএসের সুবিধা রয়েছে।

আপনি যদি জিও এবং বিএসএনএলের 70 দিনের প্ল্যানের মধ্যে তুলনা করেন, তাহলে জিওর প্ল্যানটি ব্যয়বহুল। তবে সুবিধার দিক থেকে জিওর প্ল্যানে বিএসএনএল-এর থেকে বেশি সুবিধা পাওয়া যায়। বিএসএনএলের প্ল্যানে, ব্যবহারকারীদের 18 দিন পরে কলিং বা ডেটার জন্য টপ-আপ রিচার্জ করতে হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন