টেলিকম

এক বছরের জন্য বিনামূল্যে জিও হটস্টার, Airtel ও Vi গ্রাহকদের জন্য সুখবর

Published on:

JioHotstar one year 365 days Free subscription with airtel vi recharge plans

এক বছর JioHotstar ফ্রিতে দেখতে চান? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা এমন দুটি প্রিপেইড প্ল্যান সম্পর্কে বলবো, যেখানে পুরো ১ বছরের জন্য JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই দুটি রিচার্জ প্ল্যানই ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ এসেছে। আসুন প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

দাম

এয়ারটেল-এর ৩৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান এবং ভোডাফোন আইডিয়া (Vi)-এর ৩৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা পুরো ১ বছরের জন্য JioHotstar (মোবাইল)-এর সাবস্ক্রিপশন ফ্রিতে পাবেন।

বৈধতা

এই দুইটি প্ল্যানেই গ্রাহকরা ৩৬৫ দিনের বৈধতা পাবেন। এর সাথে আনলিমিটেড কলিং (লোকাল+এসটিডি+রোমিং) এবং দৈনিক ১০০ এসএমএসও পাওয়া যাবে।।

ডেটা

এয়ারটেল-এর প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন, যেখানে ভিআই-এর গ্রাহকদের দেওয়া হবে রোজ ২ জিবি ডেটা। এয়ারটেল এখানে অনলিমিটেড 5G ডেটার সুবিধাও দিচ্ছে, আর ভিআই শুধুমাত্র মুম্বাইতে অনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা দিচ্ছে।

অতিরিক্ত সুবিধা

এয়ারটেলের প্ল্যানে অতিরিক্ত ভাবে স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, এক্সট্রিম অ্যাপের অ্যাক্সেস, অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং ফ্রি হ্যালোটিউনসের মতো সুবিধা পাওয়া যাবে। আর ভিআইয়ের প্ল্যানে হাফ-ডে আনলিমিটেড ডেটা, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটসের মতো সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।