টেলিকম

৩৮ কোটি Airtel গ্রাহকদের জন্য বিশেষ উপহার, এক প্ল্যানে ২০২৫ সাল পর্যন্ত রিচার্জ থেকে ছুটি

Published on:

Rejoice for 38 crores airtel users best and cheapest 365 days recharge plan for you

ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর হিসেবে এয়ারটেলের ঝুলিতে রয়েছে একটি বিশেষ ৩৬৫ দিনের প্রিপেইড প্ল্যান। একবার রিচার্জ করে নিলে ১২ মাস নিশ্চিন্ত। রিচার্জ প্ল্যানের ক্রমবর্ধমান খরচের কারণে মোবাইল ব্যবহারকারীরা দীর্ঘ মেয়াদী বিকল্পগুলি খুঁজছেন। যে কারণে Airtel তাদের লাইনআপ প্রসারিত করেছে যাতে এক মাসেরও বেশি সময় ধরে চলা বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান অন্তর্ভুক্ত করা হয়েছে।

Airtel এর ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান

এই এয়ারটেলের বার্ষিক রিচার্জ প্ল্যানটির দাম ২,২৪৯ টাকা। যা কোম্পানির অন্যতম সস্তা বার্ষিক প্ল্যান। ঘন ঘন রিচার্জের ঝামেলা থেকে মুক্তি দেবে এই প্ল্যান। এই প্ল্যানের যদি গড় মাসিক খরচ হিসাব করেন তাহলে দাঁড়ায় ১৮৭ টাকা। কী কী সুবিধা রয়েছে আসুন জেনে নেওয়া যাক।

এখানে এয়ারটেল গ্রাহকরা ৩৬৫ দিনের জন্য সীমাহীন কলিং উপভোগ করতে পারবেন, যা স্থানীয় এবং এসটিডি উভয় নেটওয়ার্কেই প্রযোজ্য। এছাড়াও, এয়ারটেল সমস্ত নেটওয়ার্কে মোট ৩৬০০টি বিনামূল্যে এসএমএস প্রদান করে।

সংস্থাটি এই বাজেট-বান্ধব বার্ষিক প্ল্যানে ডেটাও অন্তর্ভুক্ত করেছে। তবে, যারা প্রচুর ইন্টারনেট ডেটা ব্যবহার করেন, তাদের কাছে এই প্ল্যান হতাশাজনক হতে পারে। কারণ এই প্ল্যানে পুরো বছরের জন্য ৩০ জিবি ডেটা, ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে হ্যালো টিউন অফার রয়েছে।

প্রসঙ্গত, যারা শুধুমাত্র কলিং-কেন্দ্রিক প্ল্যান খুঁজছেন এমন Airtel গ্রাহকদের জন্য, মাত্র ১৮৪৯ টাকায় আরও একটি সস্তা বার্ষিক প্ল্যান রয়েছে। এই প্ল্যানটি সমস্ত নেটওয়ার্কে ৩৬৫ দিনের জন্য সীমাহীন কলিং অফার করে। এটি তাদের জন্য উপযুক্ত যারা কম দামে কলিং পরিষেবা চান।