Reliance Jio ও Airtel এর ২০০ টাকার কমের রিচার্জ প্ল্যানে ডেটা সহ OTT সাবস্ক্রিপশন

এখন গ্রাহকরা রিচার্জ প্ল্যানের সাথে কল, ডেটা ছাড়াও অতিরিক্ত সুবিধা হিসেবে ওটিটি বেনিফিট চায়। এই কারণে টেলিকম কোম্পানিগুলিও গ্রাহকদের চাহিদা মেটাতে ওটিটি সাবস্ক্রিপশন সহ বিভিন্ন প্ল্যান বাজারে এনেছে। তাই এই মুহূর্তে আপনি যদি এন্টারটেইনমেন্টের জন্য কোনো প্ল্যান খোঁজ করে থাকেন তাহলে একাধিক বিকল্প পেয়ে যাবেন। এই প্রতিবেদনে আমরা Jio ও Airtel এর এই ধরনের কয়েকটি প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানগুলিতে ডেটা সহ ২২টিরও বেশি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আর এই প্ল্যানের দাম ২০০ টাকারও কম।
Jio এর ১৯৫ টাকার প্ল্যান
জিওর এই প্ল্যানের মেয়াদ ৯০ দিন। এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য ১৫ জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে ৯০ দিনের জন্য Jio Hotstar এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
Jio এর ১৭৫ টাকার প্ল্যান
জিও ১৭৫ টাকার ডেটা প্যাকের সাথে ২৮ দিনের ভ্যালিডিটি অফার করে। এখানে গ্রাহকরা মোট ১০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে জিও ১০টি OTT অ্যাপ ব্যবহার করতে দিচ্ছে।
Airtel এর ১৯৫ টাকার প্ল্যান
এয়ারটেল এর এই ডেটা প্যাকটি ৩০ দিনের ভ্যালিডিটি সহ এসেছে। এখানে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারের জন্য ১২ জিবি ডেটা পাবেন।
আর এই এয়ারটেল প্ল্যানে এক মাসের জন্য Jio Hotstar এর বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হয়। এছাড়াও মেলে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম ব্যবহারের সুবিধা, যেখানে ২২টিরও বেশি ওটিটি অ্যাপ দেখা যাবে।
Airtel এর ১৮১ টাকার প্ল্যান
এয়ারটেল এর এই ডেটা প্যাকের ভ্যালিডিটি ৩০ দিন। এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য ১৫ জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানেও এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়ামের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।