টেলিকম

রোজ ২ জিবি পর্যন্ত ইন্টারনাল, Jio-র ২৫০ টাকার কমে সেরা রিচার্জ প্ল্যান আপনার জন্য

Published on:

Reliance Jio below 250 rupees recharge plan with 28 days validity

Reliance Jio তাদের ব্যবহারকারীদের প্রতিটি বিভাগে সেরা প্ল্যান অফার করে। এক্ষেত্রে আপনি যদি জিও গ্রাহক হন এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যানের খুঁজে থাকেন তবে বেশ কয়েকটি বিকল্প পাবেন। এই প্রতিবেদনে আমরা জিওর কিছু দুর্দান্ত প্ল্যান সম্পর্কে বলবো যেগুলি ২৫০ টাকার কমে উপলব্ধ। এই প্ল্যানগুলি আপনাকে প্রতিদিন ২ জিবি পর্যন্ত ডেটা এবং জিও সিনেমা ব্যবহার করার সুবিধা দেবে।

Jio-র ২৫০ টাকার কম দামের রিচার্জ প্ল্যান

২৪৯ টাকার জিও প্ল্যান

জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এতে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন ১ জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এর সঙ্গে পাবেন জিও সিনেমার সাবস্ক্রিপশন।

জিও-র ২৩৯ টাকার প্ল্যান

এই জিও প্ল্যানের ভ্যালিডিটি ২২ দিন। এখানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে বিনামূল্যে কলিং এবং প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস উপভোগ করা যাবে। এই প্ল্যানেও জিও সিনেমা দেখার ছাড়পত্র দেওয়া হয়।

২০৯ টাকার জিও প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ২২ দিন। এটি প্রতিদিন ১ জিবি ডেটা, ১০০ টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং পরিষেবা রয়েছে। এই প্ল্যানে আপনি জিও সিনেমাও উপভোগ করতে পারবেন।

জিও-র ১৯৮ টাকার প্ল্যান

১৪ দিন মেয়াদী এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। এখানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস দেওয়া হয়। আপনি জিও সিনেমার অ্যাক্সেসও পাবেন।