Reliance Jio এখন রিচার্জ প্ল্যানের সাথে বিভিন্ন OTT অ্যাপের সাবস্ক্রিপশন অফার করে। শুধু তাই নয়, আপনার নম্বরে যদি আগে থেকেই সক্রিয় কোনো প্ল্যান থাকে তাহলে আপনি ডেটা অনলি-প্ল্যানের মাধ্যমে ওটিটি পরিষেবা উপভোগ করতে পারেন। তবে বেশিরভাগ Jio গ্রাহক মনে করেন যে বিনামূল্যে ওটিটি পরিষেবা উপভোগ করতে তাদের ব্যয়বহুল প্ল্যান বেছে নিতে হবে, যদিও আপনি 200 টাকার কমের প্ল্যানেও এই সুবিধা পাবেন।
তার আগে বলি, ডেটা-অনলি প্ল্যানের সুবিধা হল, বিনামূল্যে ওটিটি পরিষেবা উপভোগ করতে আপনাকে আগের সক্রিয় প্ল্যান শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। আপনি যে কোনও সক্রিয় রিচার্জ প্ল্যানের সাথে এগুলি বেছে নিতে পারেন এবং বিনামূল্যে ওটিটি ছাড়াও এখানে অতিরিক্ত মোবাইল ডেটাও পাওয়া যাবে।
Jio-র ১৭৫ টাকার ওটিটি প্ল্যান
আপনি যদি ১৭৫ টাকার জিও ডেটা প্ল্যান রিচার্জ করেন, তাহলে আপনি ২৮ দিনের ভ্যালিডিটি সহ ১০০ টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। এই প্ল্যানে অতিরিক্ত ১০ জিবি ডেটা পাওয়া যাবে। এটি একটি ডেটা-অনলি প্ল্যান এবং জিওটিভি প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যায়।
১৭৫ টাকার জিও প্ল্যানটি রিচার্জ করার পরে, গ্রাহকরা সোনি লিভ, জি৫, লায়ন্সগেট প্লে, ডিসকভারি +, সান এনএক্সটি, কাঞ্চা লঙ্কা, প্ল্যানেট মারাঠি, চৌপাল এবং হইচই এর কনটেন্ট দেখতে পারবেন।
Jio-র ১৯৫ টাকার ওটিটি প্ল্যান
রিলায়েন্স জিও-র ১৯৫ টাকার প্ল্যানের বৈধতা ৯০ দিন এবং এখানে জিও হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে ১৫ জিবি এক্সট্রা ডেটা উপভোগ করা যায়।