টেলিকম

ফুল এন্টারটেইনমেন্ট! Jio -র এই চার রিচার্জ প্ল্যানে ইন্টারনেট সহ 13টি OTT অ্যাপ ফ্রি দেখার সুযোগ

Published on:

Reliance Jio entertainment prepaid plan offer free 13 ott subscription rs 175 448 949 1029

আপনি যদি Jio গ্রাহক হন এবং বিনোদনের জন্য সেরা প্রিপেড প্ল্যান খোঁজ করে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনার কাজে আসবে। এখানে আমরা আপনাকে জিওর কিছু অসাধারণ এন্টারটেইনমেন্ট প্রিপেড প্ল্যান সম্পর্কে বলতে চলেছি। এই প্ল্যানগুলিতে আপনি প্রচুর ডেটা এবং 12 টি পর্যন্ত ওটিটি অ্যাপ দেখার ছাড়পত্র পাবেন। সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 175 টাকা।

Jio 175 টাকার প্ল্যান

এটি একটি ডেটা প্যাক। এর ভ্যালিডিটি 28 দিন। এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য 10 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে আপনি সোনি লিভ, Zee5 এবং জিও সিনেমা সহ মোট 10 টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন।

WhatsApp Community Join Now

জিও 448 টাকার প্ল্যান

28 দিনের বৈধতা সহ এই প্ল্যানে আপনি প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এখানে আপনি সোনি লিভ এবং Zee5 সহ 12 টি ওটিটি অ্যাপ বিনামূল্যে দেখতে পাবেন।

জিও 949 টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এখানে প্রতিদিন 2 জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। আবার গ্রাহকরা তিন মাসের জন্য ডিজনি + হটস্টার মোবাইলের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানে বিনামূল্যে কলিংয়ের সুবিধাও রয়েছে।

জিও 1029 টাকার প্ল্যান

জিও-র এই প্ল্যানে প্রতিদিন 84 দিনের ভ্যালিডিটি এবং 2 জিবি ডেটা অফার করা হয়। আনলিমিটেড কলিং বেনিফিট সহ এই প্ল্যানে কোম্পানি অ্যামাজন প্রাইম লাইট এবং জিও সিনেমার বিনামূল্যে অ্যাক্সেস দিচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন