Reliance Jio গ্রাহকদের জন্য বড় সুখবর। আসলে ভারতের বৃহত্তম টেলিকম অপারেটরটি এখনও তাদের নতুন নিউ ইয়ার প্ল্যান বন্ধ করেনি। গত বছর ডিসেম্বরে এই প্ল্যান লঞ্চ করেছিল জিও। সেই সময় জানানো হয়েছিল যে, এই প্ল্যানের মেয়াদ ১১ জানুয়ারি পর্যন্ত। কিন্তু সম্প্রতি নিশ্চিত করা হয়েছে যে, ৩১ জানুয়ারি পর্যন্ত এই প্ল্যান রিচার্জ করতে পারবেন জিও গ্রাহকরা। তবে এরপর Reliance Jio এই প্ল্যানের প্রাপ্যতা আরও বাড়াবে কিনা তার কোনও গ্যারান্টি নেই। জিও-র এই নিউ ইয়ার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে আসুন জেনে নেওয়া যাক।
Jio-র ২০২৫ টাকার নিউ ইয়ার প্ল্যানের সুবিধা
জিও-র ২০২৫ টাকার ‘নিউ ইয়ার ওয়েলকাম’ প্ল্যানে ২০০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে আপনি ২.৫ জিবি দৈনিক ডেটা পাবেন, অর্থাৎ আপনি ২০০ দিনে মোট ৫০০ জিবি ডেটা উপভোগ করবেন । এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএসের সুবিধা পাবেন।
আবার জিওর এই নিউ ইয়ার প্ল্যানে জিও সিনেমা, জিও ক্লাউড এবং জিও টিভির মতো জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। শুধু তাই নয়, নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান রিচার্জ করলে পার্টনার কুপন বা উপহার হিসেবে ২১৫০ টাকা পাওয়া যাবে। এরমধ্যে ইজ মাই ট্রিপের ১৫০০ টাকার ভাউচার, সুইগি কুপনের মাধ্যমে ৪৯৯ টাকার বেশি অর্ডারে ১৫০ টাকা ছাড় রয়েছে।
আবার Jio গ্রাহকরা যদি Ajio শপিং প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করেন তবে তাদের ২৫০০ টাকার বেশি কেনাকাটায় ৫০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। এতসব সুবিধা সহ অন্যান্য প্ল্যানগুলির দাম যথেষ্ট বেশি।