Jio-র নতুন ধামাকা, গেম খেলার জন্য মাত্র ৪৮ টাকা থেকে আনল নতুন রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও (Reliance Jio) ভারতের টেলিকম বাজারে বিপ্লব ঘটানোর পর এবার ক্লাউড গেমিং দুনিয়ায় বড় পদক্ষেপ নিল। সম্প্রতি সংস্থাটি পাঁচটি নতুন প্রিপেড গেমিং প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানগুলির সাথে JioGames Cloud-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে, যার মাধ্যমে ইউজাররা কোনো গেম ডাউনলোড না করেই স্মার্টফোন, পিসি বা জিও সেট-টপ বক্সে প্রিমিয়াম গেম খেলতে পারবেন। আসুন এই পাঁচটি Jio প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jio-র ৪৮ টাকার গেমিং প্ল্যান

এই জিও প্ল্যানের মূল্য ৪৮ টাকা এবং এখানে ৩ দিনের ভ্যালিডিটি সহ ১০ এমবি ডেটা ও ৩ দিনের JioGames Cloud সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এটি একটি ডেটা ভাউচার, তাই কলিং ও এসএসএস জন্য একটি কম্বো প্ল্যানের প্রয়োজন হবে। যারা ক্লাউড গেমিং একবার পরীক্ষা করে দেখতে চান, তাদের জন্য এটি আদর্শ।

Jio-র ৯৮ টাকার গেমিং প্ল্যান

৯৮ টাকার জিও প্ল্যানটি ৭ দিনের জন্য বৈধ। সুবিধা হিসেবে এতে ১০ এমবি ডেটা এবং JioGames Cloud-এর ৭ দিনের বিনামূল্যে সাবস্ক্রিপশন মিলবে। এটি সেইসব গ্রাহকদের জন্য যারা উপযুক্ত যারা কিছুদিনের জন্য গেমিং উপভোগ করতে চান।

Jio-র ২৯৮ টাকার গেমিং প্ল্যান

এই জিও রিচার্জ প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি সহ ৩ জিবি ডেটা এবং JioGames Cloud-এর এক মাসের ফ্রি সাবস্ক্রিপশন অফার করা হবে। যারা কম খরচে সারা মাস গেমিং করতে চান, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় প্ল্যান।

Jio-র ৪৯৫ টাকার কম্বো প্ল্যান

৪৯৫ টাকার এই জিও প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা, অতিরিক্ত ৫ জিবি মোবাইল ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০ এসএসএস প্রতিদিন পাওয়া যাবে। সাছে থাকছে JioGames Cloud, JioHotstar Mobile, FanCode, JioTV এবং JioAICloud-এর সাবস্ক্রিপশন। এটি শুধু গেমিং নয়, বিনোদন প্রেমীদের জন্য আদর্শ প্ল্যান।

Jio-র ৫৪৫ টাকার প্রিমিয়াম গেমিং প্ল্যান

৫৪৫ টাকার এই প্ল্যানটি হল গেমার এবং স্ট্রিমিং প্রেমীদের জন্য উপযুক্ত। এখানে প্রতিদিন ২ জিবি ডেটা, অতিরিক্ত ৫ জিবি বোনাস ডেটা, আনলিমিটেড 5G ডেটা, সীমাহীন কল ও ১০০ এসএসএস-এর পাশাপাশি এক মাসের JioGames Cloud ও অন্যান্য প্রিমিয়াম কনটেন্ট প্ল্যাটফর্মের ফ্রি এক্সেস দেওয়া হবে।