বিনোদনের জন্য ওটিটি (OTT) দেখতে পছন্দ করে এমন গ্রাহকদের লক্ষ্য করে নতুন প্রিপেইড প্ল্যান চালু করল রিলায়েন্স জিও (Reliance Jio)। নতুন প্ল্যানে পাওয়া যাবে মোবাইল ডেটার সুবিধা সহ একাধিক স্ট্রিমিং পরিষেবার অ্যাক্সেস। ১৭৫ এবং ৪৪৫ টাকায় উপলব্ধ এই জিও টিভি প্রিমিয়াম (Jio TV Premium) প্ল্যান স্মার্টফোন ব্যবহারকারীর পছন্দ পূরণ করবে বলেই আশা করা হচ্ছে।
ডিজিটাল বিনোদনের চাহিদা বাড়ার সাথে সাথে, এই প্রিপেইড রিচার্জ প্ল্যান দুটি Sony LIV, Zee5, Discovery+ সহ আরও ১০টি স্ট্রিমিং প্ল্যাটফর্মের বান্ডেল অ্যাক্সেস অফার করে। ১৭৫ টাকার প্রিপেইড প্ল্যানটি মূলত স্ট্রিমিং বেনিফিট এবং ডেটা অ্যাক্সেস খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য চালু করেছে রিলায়েন্স জিও।
১৭৫ টাকার প্ল্যানে কী কী সুবিধা থাকছে
- ১০ জিবি এককালীন ডেটা, ডেটা-পরবর্তী গতি ৬৪ কেবিপিএস।
- ২৮ দিনের জন্য ১০টি OTT প্ল্যাটফর্মে অ্যাক্সেস : Sony LIV, Zee5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, এবং Hoichoi
মনে রাখবেন, জিওর এই প্রিপেইড প্ল্যান যারা স্ট্রিমিং পরিষেবা এবং মাঝে মাঝে মোবাইল ডেটা চান তাদের জন্য। এতে কোনও ভয়েস কল, এসএমএস বা আনলিমিটেড 5G ডেটা নেই। ফলে কল করা বা বেশি ডেটা ব্যবহারের জন্য উপভোক্তাদের একটি সক্রিয় প্ল্যান থাকতে হবে। তবে ৪৪৫ টাকার প্ল্যানে এই অসুবিধা নেই।
৪৪৫ টাকার প্ল্যানে কী কী সুবিধা থাকছে
- ৬৪ কেবিপিএস পোস্ট-লিমিট স্পিড সহ দৈনিক ২ জিবি ডেটা।
- সীমাহীন 5G ডেটা (জিওর ওয়েলকাম অফারের আওতায় যোগ্য ব্যবহারকারীদের জন্য)।
- আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং ভয়েস কল।
- প্রতিদিন ১০০টি এসএমএস।
- ১৭৫ টাকার প্ল্যানের মতোই ১০টি OTT প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন।
- ফ্যানকোড স্পোর্টস কন্টেন্ট এবং জিও ক্লাউড স্টোরেজের মতো অতিরিক্ত সুবিধা।