টেলিকম

রিচার্জ এক ফায়দা অনেক, Jio-র এই দুই প্ল্যানে একাধিক OTT সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রিতে

Published on:

Reliance Jio-offer-jiotv-premium-ott-plans-free-ott-subscription with one recharge

ওটিটি প্ল্যাটফর্মগুলি বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তবে আলাদা আলাদা সাবস্ক্রিপশনের জন্য অনেক টাকা ব্যয় করতে হয়। যদিও নির্বাচিত কিছু রিচার্জ প্ল্যানের মাধ্যমে আপনি বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন পেতে পারেন। এই প্রতিবেদনে আমরা Reliance Jio-র এমনই দুটি প্ল্যান সম্পর্কে বলবো, যেগুলি অনেক ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট বিনামূল্যে দেখতে দেয়।

সংস্থাটি জিও টিভি প্রিমিয়াম প্ল্যান নিয়ে এসেছে। এর সাথে বেশ কয়েকটি ওটিটি পরিষেবা পাওয়া যাবে। আর এই প্ল্যানগুলির দাম শুরু হয়েছে মাত্র ১৭৫ টাকা থেকে। এই জিও টিভি প্রিমিয়ার প্ল্যানগুলি যে কোনও সক্রিয় প্ল্যানের সাথে ব্যবহার করা যাবে।

WhatsApp Community Join Now

জিও-র ১৭৫ টাকার প্ল্যান

জিও-র এই ডেটা-অনলি প্যাক রিচার্জ করলে গ্রাহকরা অতিরিক্ত ১০ জিবি ডেটা পাবেন। এটি কোনও কলিং বা এসএমএস সুবিধা দেয় না। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এটি ১০টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অফার করে।

জিও-র ৪৪৫ টাকার প্ল্যান

২৮ দিনের ভ্যালিডিটি সহ আসা এই জিও প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। এখানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস দেওয়া হয়। এই প্ল্যানে যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটার সুবিধাও পাবেন। এখানে ১২টি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে। এরমধ্যে রয়েছে SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, JioTV -র সাবস্ক্রিপশন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন