Reliance Jio তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এরমধ্যে কিছু প্ল্যানে ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই প্ল্যানগুলি বিভিন্ন দিনের ভ্যালিডিটি এবং ডেটা অফার করে। আর 175 টাকার প্ল্যান ছাড়া অন্য সব প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যায়। আসুন এই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Reliance Jio 448 টাকার প্ল্যান
এই জিও টিভি প্রিমিয়াম প্ল্যানে 28 দিনের বৈধতা সহ 2 জিবি দৈনিক ডেটা ও 12 টি ওটিটি পরিষেবার সাবস্ক্রিপশন পাওয়া যায়। যারমধ্যে আছে সোনি লিভ, Zee5, জিও সিনেমা প্রিমিয়াম, লায়ন্সগেট প্লে, ডিজনি +, সানএনএক্সটি, কাঞ্চা লঙ্কা, প্ল্যানেট মারাঠি, চৌপাল, হইচই, ফ্যানকোড এবং জিও টিভি।
Reliance Jio 175 টাকার প্ল্যান
ডেটা-অনলি প্ল্যানটি 28 দিনের বৈধতা সহ মোট 10 জিবি ডেটা অফার করে। এটি সোনি লিভ, Zee5, জিও সিনেমা প্রিমিয়াম, লায়ন্সগেট প্লে, ডিজনি +, সানএনএক্সটি, কাঞ্চা লঙ্কা, প্ল্যানেট মারাঠি, চৌপাল এবং হইচই সহ 10 টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন দেয়।
Reliance Jio 1799 টাকার প্ল্যান
প্ল্যানটি 84 দিনের বৈধতা সহ রোজ 3 জিবি দৈনিক ডেটা ব্যবহার করতে দেয়। আবার এখানে নেটফ্লিক্স (বেসিক) সাবস্ক্রিপশন পাওয়া যায়। এখানে কনটেন্ট টিভি এবং ল্যাপটপ স্ক্রিনেও দেখা যাবে।
Reliance Jio 1299 টাকার প্ল্যান
আপনি যথি নেটফ্লিক্স মোবাইলের সাবস্ক্রিপশন চান তাহলে এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এখানে 84 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যাবে।
Reliance Jio 1029 টাকার প্ল্যান
84 দিনের বৈধতা সহ আসা এই প্ল্যানের সাথে, আপনি 84 দিনের জন্য অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন পাবেন। এখানে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে।
Reliance Jio 949 টাকার প্ল্যান
এই প্ল্যানে তিন মাসের জন্য ডিজনি+ হটস্টার মোবাইলের সুবিধা পাবেন গ্রাহকরা। 949 টাকায় দৈনিক 2 জিবি ডেটা ব্যবহার করা যাবে 84 দিন ধরে।
Reliance Jio 3999 টাকার প্ল্যান
365 দিনের ভ্যালিডিটি সহ আসা জিও-র এই বার্ষিক প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেটা দেওয়া হচ্ছে। জিও ব্যবহারকারীরা যারা স্পোর্টস কনটেন্ট দেখতে পছন্দ করেন তাদের জন্য এখানে ফ্যানকোড সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
Reliance Jio 889 টাকার প্ল্যান
আপনি বিনামূল্যে জিওসাভন প্রো সাবস্ক্রিপশন চাইলে এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এই প্ল্যানে 84 দিনের বৈধতা সহ প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যাবে।
Reliance Jio 329 টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানের বৈধতা 28 দিন এবং প্রতিদিন 1.5 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এখানে JioSaavn Pro সাবস্ক্রিপশন পাওয়া যাবে
Reliance Jio 1049 টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানে 84 দিনের বৈধতা সহ প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথে সোনি লিভ এবং Zee5 এর সাবস্ক্রিপশন সহ জিও টিভি মোবাইল অ্যাপ দেখা যাবে।