টেলিকম

Jio গ্রাহকদের জন্য জরুরি আপডেট, শীঘ্রই বন্ধ হচ্ছে 200 দিনের এই রিচার্জ প্ল্যান

Published on:

Reliance Jio soon to discontinue rs 2025 recharge plan

আপনি যদি Jio গ্রাহক হন তাহলে আপনার জন্য একটি বড় আপডেট রয়েছে। আসলে নতুন বছর উপলক্ষে ডিসেম্বর মাসে সংস্থাটি একটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল। এই প্ল্যানটি জিও সীমিত সময়ের জন্য এনেছে। ইতিমধ্যেই অনেকেই প্ল্যানটি রিচার্জ করেছে। তবে আপনি যদি এখনও এটি রিচার্জ না করে থাকেন তাহলে বলি শীঘ্রই প্ল্যানটি Jio-র পোর্টফোলিও থেকে সরতে চলেছে।

Jio লঞ্চ করেছিল 2025 টাকার রিচার্জ প্ল্যান

গত বছর 11 ডিসেম্বর রিলায়েন্স জিও নতুন বছর উপলক্ষে 2025 টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করে। এই রিচার্জ প্ল্যান নানা দিক থেকে খুব স্পেশাল। জিও-র এই প্ল্যানে গ্রাহকরা 200 দিনের ভ্যালিডিটি পাবেন। এটি সংস্থার প্রথম রিচার্জ প্ল্যান যেখানে 6 মাসেরও বেশি ভ্যালিডিটি অফার করা হয়।

WhatsApp Community Join Now

তাই আপনি যদি জিও গ্রাহক হন এবং দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে থাকেন, তবে এটি সেরা বিকল্পগুলির মধ্যে একটি হতে পারে। এই প্ল্যানের মাধ্যমে আপনি একটানা 200 দিন পর্যন্ত রিচার্জের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন। আর এই প্ল্যান এমন গ্রাহকদের জন্যেও উপযুক্ত যারা দিনে বেশি ইন্টারনেট ডেটা ব্যবহার করেন। জিও এই প্ল্যানে গ্রাহকদের 200 দিনের জন্য 500 জিবি ডেটা অফার করে, অর্থাৎ আপনি প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন।

প্ল্যানটি বন্ধ হয়ে যাবে

তবে এই প্ল্যানটি জিওর পোর্টফোলিওতে 11 জানুয়ারি, 2025 পর্যন্ত থাকবে। এর পরেই জিও তাদের পোর্টফোলিও থেকে একে সরিয়ে দেবে। ফলে 11 জানুয়ারির পর 200 দিন পর্যন্ত ভ্যালিডিটির আর কোনো প্ল্যান রিচার্জের সুযোগ থাকবে না গ্রাহকদের কাছে।

জিও এই প্ল্যানে অতিরিক্ত অনেক সুবিধা আছে। এর সাথে 500 টাকার AJIO কুপন পাওয়া যাবে। সাথে 1500 টাকার EaseyMyTrip কুপন রয়েছে। আবার সুইগির 150 টাকার কুপনও দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন