টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) ২০২৪ সালের নভেম্বর মাসের মোবাইল গ্রাহকের ডেটা প্রকাশ করেছে। এই রিপোর্ট থেকে দেশের টেলিকম সংস্থাগুলির নভেম্বর মাসের পারফরম্যান্স সামনে এসেছে। এখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে, গত জুলাই থেকে ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধির প্রভাব এখন ম্লান হয়ে এসেছে এবং গ্রাহকরা ফের বেসরকারী টেলিকম সংস্থাগুলির দিকে ঝুঁকছেন।
উল্লেখ্য, জুলাই মাসে বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল, যার ফলে মানুষ BSNL-এ যোগ দেয়। তবে এই প্রবণতা এখন কমে গেছে এবং BSNL এর গ্রাহক সংখ্যা আবার কমতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে সরকারি টেলিকম সংস্থাটি প্রায় ৩৪০,০০০ গ্রাহক হারিয়েছে। গত জুলাইয়ের পর প্রথমবার সংস্থাটির ব্যবহারকারীর সংখ্যা কমলো। BSNL এর দখলে এখন প্রায় ৯২ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে এবং গ্রাহক সংখ্যার বিচারে তারা চতুর্থ স্থানে আছে।
Jio-র আধিপত্য অটুট রয়েছে
নভেম্বরে রিলায়েন্স জিও-র অবস্থান আরও মজবুত হয়েছে। কোম্পানিটি এই মাসে প্রায় ১২ লাখ নতুন গ্রাহক যুক্ত করেছে। বর্তমানে, জিও ৪৬১ মিলিয়ন গ্রাহক সহ দেশের বৃহত্তম টেলিকম সংস্থায় পরিণত হয়েছে।
গ্রাহক হারালো Airtel
এয়ারটেল ৩৮.৪ কোটি গ্রাহক নিয়ে এই মুহূর্তে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা। তবে নভেম্বরে প্রায় ১১ লাখ গ্রাহক হারিয়েছে সংস্থাটি।
আরও খারাপ অবস্থা Vodafone Idea-র
২০২৪ সালের নভেম্বরে ভিআই বড় ধাক্কা খেয়েছে। এই মাসে প্রায় ১.৫ মিলিয়ন ব্যবহারকারী হারিয়েছে সংস্থাটি। এখন, ভোডাফোন আইডিয়ার দখলে আছে ২০৮ মিলিয়ন গ্রাহক। যদিও ভিআই ঘোষণা করেছে যে তারা শীঘ্রই 5G পরিষেবা লঞ্চ করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.