পূজা মন্ডল, কলকাতা: প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে আজ জেতার লক্ষ্যে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। টিভির পাশাপাশি ম্যাচের লাইভ সম্প্রচার চলবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে। সাধারণত এই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন প্লানের সর্বনিম্ন মূল্য ১৪৯ টাকা থেকে শুরু হচ্ছে এবং প্রিমিয়াম প্ল্যানের জন্য বার্ষিক ১,৪৯৯ টাকা পর্যন্ত খরচ। তবে, সাবস্ক্রিপশন না থাকলেও আজকের ম্যাচ তথা এই বছরের আইপিএল বিনামূল্যে দেখতে পাবেন। কারণ টেলিকম সংস্থারা তাদের বেশ কিছু রিচার্জ প্ল্যানে জিওহটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন দিয়ে রেখেছে।
Vi তিনটি বাজেট-ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান অফার করছে, যা ডেটার চাহিদা মেটাতে তৈরি করা হয়েছে এবং সাথে বিনোদন সুবিধাগুলিও একত্রিত করে। সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ১০১ টাকার প্ল্যানটি ৩০ দিনের মেয়াদ এবং তিন মাসের জিওহটস্টার সাবস্ক্রিপশন সহ ৫ জিবি ডেটা সরবরাহ করে। যাদের বেশি ডেটার প্রয়োজন, তাদের জন্য ১৫১ টাকা এবং ১৬৯ টাকার প্ল্যান আছে। এগুলি যথাক্রমে ৪ জিবি এবং ৮ জিবি ডেটা সরবরাহ করে। প্রতিটির মেয়াড ৩০ দিন এবং একই সাথে ৩ মাসের জিওহটস্টার অ্যাক্সেস থাকবে।
কম বাজেটের মধ্যে দুটি প্ল্যান চালু করে এয়ারটেল প্রতিযোগিতা জমিয়ে দিয়েছে। ১০০ টাকার প্ল্যানটি ৫ জিবি ডেটা এবং ১ মাসের জিওহটস্টার সাবস্ক্রিপশন অফার করে। অন্যদিকে, ১৯৫ টাকার প্ল্যানে ১৫ জিবি ইন্টারনেট ডেটা এবং ৩ মাসের জন্য জিওহটস্টার প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন প্রদান করবে। এটি বেশি ডেটা ব্যবহারকারীদের জন্য উপযুক্ত।
জিও কম দামে কিছু রিচার্জ প্ল্যান চালু করেছে যেগুলি বিনোদন-সমৃদ্ধ। ১০০ টাকার ডেটা প্ল্যানে কেবল ৫ জিবি অতিরিক্ত ডেটাই অন্তর্ভুক্ত নয়, বরং পুরো ৯০ দিনের জন্য ব্যবহারকারীরা বেসিক জিওহটস্টার প্ল্যানে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। একইভাবে, ১৯৫ টাকার ক্রিকেট ডেটা প্যাকটি একই সময়ের জন্য ১৫ জিবি ডেটা এবং সম্পূর্ণ বিনামূল্যে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন অফার করে।
Airtel, Jio এবং Vi-এর ২০০ টাকার কম দামের এই প্রিপেইড প্ল্যানগুলি ডেটা উপভোগ করার পাশাপাশি, ব্যবহারকারীদের বিনামূল্যে জিওহটস্টারের অ্যাক্সেস দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। আইপিএল হোক বা প্রিয় শো, এই প্ল্যানগুলি বাজেটের উপর চাপ না ফেলে বিনোদন উপভোগ নিশ্চিত করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.